নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাচারাল ফাইবার

আমি মানুষ হতে চাই।

মুগ্ধ মাহি

সবকিছুই যা ভাবছি, তার উল্টাটা হয়ে যাচছে...

মুগ্ধ মাহি › বিস্তারিত পোস্টঃ

সামুতে সিএফএ পড়ছেন এমন কেউ আছেন কি ???

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১





সিএফএ পড়ছেন বা শেষ করেছেন এমন কাউকে খুজছিলাম । আমার কিছু তথ্য জানা খুবই দরকার ।



১। আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিঃ , সিএফএ আমার জন্য কি লাভজনক হবে ?



২। ২০১৪ সালের লেভেল ১ এ রেজিস্ট্রেশন এর সময় আছে কি ?



৩। লেভেল ১ এর জন্য কেমন খরচ হতে পারে ?



এমবিএ করব নাকি সিএফএ করব এই সিদ্ধান্তহীনতায় ভুগছি । অভিজ্ঞ কেউ থাকলে সাহায্য করেন ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

ঘুম_পরী বলেছেন: সিএফএ তে সাধারনত ৩টি ডেডলাইন থাকে রেজিস্ট্রেশন করার। আর পড়ার খরচ ও ডেডলাইন অনুযায়ী বাড়তে থাকে। ২০১৪ সালে্র জুন এ যদি আপনি লেভেল ১ দিতে চান তাহলে ২৫ শে সেপ্টেম্বর এর মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে খরচ কিছুটা কম পড়বে। আর যদি শেষ ডেডলাইন মানে ১২ই মার্চের মধ্যে করেন তাহলে খরচ অনেক বেশি পড়বে। তাছাড়া সিএফএ ইন্সটিটিউট আপনাকে স্কলারশিপের ব্যবস্থাও করে দিতে পারবে যদি আপনি আর্থিকভাবে স্বচ্ছল না হন। প্রথম ডেডলাইনে রেজিস্ট্রেশন করলে আপনার ৮৫০০০ টাকা এর মত লাগতে পারে। আমার মতে এমবিএ না করে সিএফ এ করাই উত্তম কিন্তু সবকিছুই নির্ভর করছে আপনি কোন সেক্টরে কাজ করতে চান তার উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.