| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেক তো বলে এখনি সময়
কিন্তু রীতিনীতি নামক বাধা বলে এখন নয়
এ শুধু বিবেকের পরাজয় ব্যাতীত আর কিছু নয়
ধূলিস্যাত করতে পলকের সায় পেতে হয়
আদৌ কি রীতিনীতির জয় হয়?
নাকি বোঝাপরা নামক রহস্যের...
পৃথিবীটা একটা রণক্ষেএ।
সেখানে আমরা হলাম এক একটি যোদ্ধা।
সবাই যার যার অবস্থান থেকে জয়ী হবার সপ্ন লালন করে কিন্তু যুদ্ধে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক।
তবে লালন করতে হবে এই বানী যে,
এই দেহে...
ছিলাম সুদূর আসমানের নক্ষত্র
জমিনে আসার সাথে সাথে পেলাম পরিচয়পত্র
পেলাম রঙ,ধর্ম,কথা
বেড়িয়েছি সত্যের সন্ধানে
কিন্তু প্রতিটি মুহূর্তই অজানা প্রশ্ন করছে জর্জরিত
তবুও একদিন হাজির হব নতুন কোন আদলে
কাজ করে যাব...
কিছু চিন্তাধারার উৎপত্তি সামান্য শব্দের আদলে আবেগকে প্রস্ফুটিত করতে চাইত
সবকিছুই ছিল অনুপ্রেরনার প্রতিফলন
কাঁটাতারের ওপারে থাকা অতীত বারংবারই উঁকি মেরে ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দেয়
নতুন মুহূর্তগুলিকি নতুন অনুপ্রেরণা যোগাবে??
©somewhere in net ltd.