নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা ব্যর্থ প্রচেষ্টার আদলে চলব অনন্তকাল

মোহাম্মদ আতাউর রহমান তুহিন

মোহাম্মদ আতাউর রহমান তুহিন › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনার প্রতিপাদ্য-১

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮


পৃথিবীটা একটা রণক্ষেএ।
সেখানে আমরা হলাম এক একটি যোদ্ধা।
সবাই যার যার অবস্থান থেকে জয়ী হবার সপ্ন লালন করে কিন্তু যুদ্ধে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক।
তবে লালন করতে হবে এই বানী যে,
এই দেহে যতক্ষন থাকিবে প্রান,চেষ্টায় থাকিব আপ্রান।
চেষ্টা, কঠোর-পরিশ্রম এবং বিশ্বাস উন্মোচন করবে সম্ভাবনা কিন্তু আজকাল শুনা যায় যে আমার মধ্যেতো তিনটা বিষয়ই বিদ্ধমান তাহলে আমি কেন সম্ভাবনার আলো দেখতে পাচ্ছি না???
আমি বলব এই তিনটা বিষয় এর কিছু না কিছুতে ঘাটতি রয়েছে।
সেটা হল বিশ্বাস যা মৌখিক বা অন্তরে লালন করার মত কিছুর নাম নয়,এটা জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে ঘটিত।
কোন বিষয় নিয়ে কাজ করছি চেষ্টা ও কঠোর পরিশ্রমের আদলে যেখানে সফলতা তো দূরের কথা সম্ভাবনার আলো দেখতে পাচ্ছি না তার মূল কারন হল ঐ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার অভাব।
কেউ কেউ ভাবতে পারে আমি তো শিক্ষিত তাহলে আমার সাথেই এমন হয় কেন?
মনে রাখতে হবে জ্ঞানী আর শিক্ষিত ব্যক্তির মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে।
শিক্ষা হল সমুদ্রের এক ফোটা পানি যেখানে জ্ঞান হল পুরো সমুদ্র।
অন্যদিকে অভিজ্ঞতা বলতে আমরা সময়সীমাকে বুঝি যে কে কত বছর ধরে কাজটি সম্পাদনে নিয়োজিত,ধরুন আমি চালের ব্যবসা করি ১০ বছর ধরে,আমার একটি চালের আরদ রয়েছে কিন্তু আমি কখনোই চালের উৎপাদন হতে বিক্রি করা পর্যন্ত নিজে নিয়োজিত ছিলাম না,তৃতীয় কোন ব্যাক্তির মাধ্যমে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন দক্ষ লোক নিয়োগ করেছি,এখন আপনি কি আমাকে অভিজ্ঞ বলবেন???
আসলে অভিজ্ঞতা বলতে বুঝায় কতটা সচেতনতার সাথে দৃঢ় মনোবল নিয়ে আপনি কাজ করেছেন।
আমরা নিতান্তই বিভিন্ন সেক্টরে সফল ব্যাক্তিদের দেখে তাদের মত হওয়ার সপ্ন দেখি যদিও সেই বেপারে আমাদের নূন্যতম আগ্রহ নেই
তাহলে আমরা কেন দেখি???
খনিকের মোহ,লোভ,লালসা।
সম্ভাবনার মুখ দেখতে কখনো সফলকাম ব্যাক্তির সাথে নিজেকে তুলনা করা উচিত নয় কারন আমি অন্য সেক্টরে তার হতেও শক্তি সামর্থ্যবানও হতে পারি।
যদি আমাদের আগ্রহ,আবেগ,শক্তির আদলে ঘটিত কোন বিষয় আমাদের পেশার রুপে রুপান্তরিত করা যায় তাহলেই সেই সপ্নের বাস্তবায়িক রুপ হতে পারে আমাদের সম্ভাবনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.