নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ মানুষ! লিখতে ভালোবাসি তাই লেখার সাথে একটু সহবাস!

Arfin Sani

লেখার সাথে একটু পরিচয় আছে। আর সেই পরিচয় থেকেই লেখার প্রতি ভালোলাগা অতঃপর ভালোবাসা! তাই কলম হাতে নিয়ছি!

Arfin Sani › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নঘোর!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

আমি দেখেছি তোমায়,
তুমি হেঁটেছিলে সাগরের তীর ধরে, নীল শাড়ি গায়ে জড়িয়ে। আসমানি ভাব ছিলো তোমার কুল বদনে!
আমি দেখেছি তোমায়,
তুমি এসেছিলে আমার বাড়ি, স্বপ্নের ভেলায় চড়ে! তুমি হেসেছিলে আমায় দেখে, গেয়েছিলে ঘুম পাড়ানির গান!
আমি দেখেছি তোমায়,
ঘুমিয়ে ছিলাম একাকী, নির্জীবতা ছিলো আমার সারা শরীরে! তুমি আঁলতো করে ছুঁয়েছিলে আমায়! হাত বাড়িয়েছিলাম তোমায় ধরবো বলে।কিন্তু, রাজ্যের ঘুমের সাথে তুমিও উধাও!
আমি দেখেছি তোমায়,
বারবার, অনেকবার! তবু পারিনি কভু ধরতে তোমায়, না পেরেছি ছুঁয়ে দেখতে! তুমি কি সত্যিই আসমানি কেউ?!
আমি দেখেছি তোমায়,
আরো দেখতে চাই, শুধু দেখতেই চাই আর শুনতে চাই তোমার মায়াবী হাসির শব্দ! চেয়ে থাকতে চাই তোমার হেঁটে চলা পথের দিকে!
আমি দেখেছি তোমায়,
বুঝেছি তোমায় দেখে,
তুমি সাগর পাড়ে সুন্দর, তুমি সুন্দর স্বপ্নের ভেলায় চড়ে! তাই ধরে রাখতে চাই না তোমায়, ছুঁয়ে দেখতে চাইনা কভু! তবে বলতে চাই, মনের সব ইচ্ছে আর কথাগুলো......!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.