নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ মানুষ! লিখতে ভালোবাসি তাই লেখার সাথে একটু সহবাস!

Arfin Sani

লেখার সাথে একটু পরিচয় আছে। আর সেই পরিচয় থেকেই লেখার প্রতি ভালোলাগা অতঃপর ভালোবাসা! তাই কলম হাতে নিয়ছি!

Arfin Sani › বিস্তারিত পোস্টঃ

♦সে রাত দুঃস্বপ্নময় ছিলো♦

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪


.
নিস্তব্ধ, নিঝুম-শীতের রাত! রাতের সর্বাঙ্গে পিনপতন নীরবতা! কেউ নেই, কেউ নেই দু'চোখের সীমানায়। মৃদুমন্দ বাতাসের আহ্লাদে কুয়াশা এসে ভর করছে আমার চশমার কাচে! হাঁটতে হাঁটতে হাতের বুড়ো আঙুল দিয়ে চশমার কাচ মুছে এগিয়ে চলছি একটু বিশ্রামের উদ্দেশ্যে!
প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও কুয়াশা ঘিরে তার কিছুই বোঝা যাচ্ছে না! সামনে পা ফেলতেই মনে হচ্ছে, এই বুঝি পা রাস্তার বাইরে কোনো নর্দমায় গিয়ে পড়লো!
ল্যম্পপোস্টের দীপ্তিময় আলো কুয়াশার কাছে পরাজয় বরন করে নিয়েছে! এখন তা জোনাকিপোকার মত টিমটিম আলো ছড়াচ্ছে! কিন্তু,তাতে পথঘাট চেনার কোনো উপায় নেই! সামমে চলতে হলে একামাত্র নিজের ধারনার উপর ভরসা করে! আর সে ভরসাতেই হনহন করে হেঁটে যাচ্ছি, সারাদিনের হাজারো ধকল পেরিয়ে ক্লান্ত বদন যেন থেমে থেমে যাচ্ছে!
বিছানার উপর নিজেকে লেলিয়ে দিলাম! সাথেসাথেই রাজ্যের ঘুম আমার দু'চোখ আর আমাকে আচ্ছন্ন করে নিলো! হঠাৎ, খুব চেনা সুন্দর সুগন্ধমোদিত হয়ে উঠেছে আমার আশপাশ! ঘুমাচ্ছন্ন মগজেও স্পষ্ট বুঝতে পেরেছি, এটা জানালার ওপাশে থাকা হাসনা-হেনা ফুলের ঘ্রাণ! শুনেছি এই ফুলের ঘ্রাণে সাপ আসে!
ঘ্রাণের তীব্রতা প্রিয়জনকে আমার পাশে অনুভব করতে বাধ্য করছে!
ঘুমের কোলে ঢলে পরেই, সুস্বপ্নের বীজ বুনতে লাগলাম!
ঐ তো! সুখময় স্বপ্ন হাতছানি দিচ্ছে!
হয়তো, সাগর-পাহাড় বা খোলা আকাশ এসে উঁকি দেবে আমার স্বপ্নপটে!
কিন্তু, আমি আজও দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠেছি ঘুম থেকে! সেই একই দুঃস্বপ্ন, যা প্রতিরাতে আমার সর্বস্বজুড়ে কাঁপুনি ধরিয়ে দেয়! কিন্তু, ঘুম ভাঙ্গার পর স্বপ্নটা আর ভাসে না স্মৃতিতে!
তবে আজ তা স্পষ্ট, স্বচ্ছ! প্রিয় মানুষটি আমার কাছ থেকে বহুদূর চলে যাচ্ছে! মাঝে রেখে যাচ্ছে সাত সমুদ্রের তফাত! হয়তো কাছে পেতে চাইলেও আর হবে না! কারন, সমুদ্র ডিঙ্গিয়ে ওপাড়ে গিয়েও আমার প্রিয়জনকে পাবো না! তবুও, জীবনটাকে ভালোবাসি, তাই তাকেও ভালোবাসতে হবে! এই উদ্দেশ্যে আজ সমুদ্রে নেমেছি! তীর খুঁজে পাবো কিনা জানিনা! সে-তো কেবলই মরিচিকা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.