![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি, হাসাতে চেষ্টা করি , মানুষের সাথে দুষ্টামি করতে ভালোলাগে, দুষ্টামি করলে অনেকেই মাইন্ড করে , আর আমার তখন খুবই খারাপ লাগে , মনে মনে ভাবতে থাকি যে হয়তো বেশিই দুষ্টামি করে ফেলেছি,পরোক্ষনে আবার ভুলে যায়ে দুষ্টামি শুরু করি, আমার ব্রেনে কোন সমস্যা আছে কি না জানি না , আমি কোন কিছু মনে রাখতে পারি ন, কিছুক্ষন মাথায় থাকে,তারপর ভুলে যাই, কার ও সাথে রাগ করি না, যদি কখনো কারো সাথে রাগ করি তাইলে তার সাথে আর কখনো কথা বলি না, আমি একবার যা বলি তাই করি, এজন্য আমাকে কেউ দেখতে পারে , আমার আচরণ খুবই খারাপ, আমি তেমন smart না, গরীব বাবা,মার দিত্বীয় সন্তান, একটু লাজুক টাইপের, মেয়েদের সাথে ঠিক মত কথা বলতে পারিনা, কথা বলতে গেলে মুখে কথা আটকে যায়, বুক ধব,ধব করতে থাকে, মেয়েদের দিকে তাকিয়ে থাকার মত সাহস নেই, এক নজর, একবার ই এক সেকেন্ট তাকাতে পারি, আর সাহস হয় না, এসব কারেনে এখনো কেউ জোটে নি, তবে এ খনকাউকে জোটানোর মত ইচ্ছে ও নেই, এখনো খুবই ছোট আমি !
একটা লোক তার নতুন গাড়ি কিনে বাড়ির সামনে এনে রেখেছে । লোকটার তিন বছরের ছোট্ট ছেলটি কিছু না বোঝেই গাড়িতে হাতুড়ি দিয়ে দাগ বসিয়ে দিয়েছে। বাবা এসে যখন দেখলেন, তখন রাগের মাথায় তার ছেলেটির আঙ্গুলে হাতুড়ি দিয়ে আঘাত করে ফেলেন । তারপর লোকটির মাথা যখন ঢান্ডা হল তখন ছেলেটিকে নিয়ে গেলেন হাসপাতাল এ । ডাক্তাররা অনেক চেষ্টা করেই ছেলেটির আংগুলের ভাংগা হাড় ঠিক করতে পারলেন না তাই আংগুল্টা কেটে ফেলতে হল। যখন ছেলেটি ঘুম থেকে উঠল তখন ছেলেটি তার বাবাকে বললঃ বাবা আমি sorry । আমি আর কখনো এই রকম করব না । বাবা গাড়ি কি ঠিক হয়ে যাবে ??? বাবা বললেন হ্যা ঠিক হয়ে যাবে । তারপর ছেলেটি জিজ্ঞেস করলঃ বাবা আমার আংগুল আবার কবে ঠিক হবে ??? লোকটির কাছে কোন উত্তর ছিল না এবং ছেলের এই অবস্থা দেখে শেষে লোকটি আত্মহত্যা করল। # শিক্ষা . রাগের মাথায় কোন কাজ করা বোকাম ছারা আর কিছু নয়
©somewhere in net ltd.