![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে ঘুড়ি, শব্দটাই জানি কেমন অনেকটা আকাশে উড়ার মত। হুম, প্রকৃত আত্তিক শান্তি লাভ করা যায় কথা টা কানে শুনলে ।নিজের সাথে অনেক বোঝা পরা হয়ে গেছে ইচ্ছে ঘুড়ি হয়ে আকাশে উরার সপ্নটা বুঝি আর হবে নাহ, আর হবেই বা কি করে আমি যে মধ্যবিত্ত। আমার সপ্ন দেখার অধিকার আছে কিন্তু সেটা কে বাস্তবে রুপ দান করা হয়ত আমার জন্য possible নাহ, কারন আমি মধ্যবিত্ত। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেই বুঝতে পারে জীবনের আসল মিনিং। তাই বলে বলব নাহ সব কিছু বুঝে ফেলেছি ✌। জানি অারও বাধা আসবে সামনে, অার সে বাধা গুলি কতটুকু ভয়াবহ হবে সেটা চিন্তা করার ক্ষমতা টুকু হয় নি। নিজের ব্যার্থতার কথা কাওকে সেয়ার করা টা নাকি ঠিক নাহ এতে সেই ব্যার্থতার থেকে শিক্ষা নেয়া যায় নাহ ☺,কিন্তু আমি এই ব্যার্থতা থেকে কিছু শিখতে চাই।
জানি নাহ কেন এমন হয় যার যেটা দরকার সেটা সঠিক সময়ে পাওয়া যায় নাহ। আজকে যাদের support অনেক দরকার তারাই অাজকে অামর থেকে hopeless. ✌ থাক দরকার নেই এত support এর, নিজে ঠিক থাকতে পারলেই চলবে ☺। মাঝে মাঝে মনে হয় যদি অামার ডানা থাকত হয়ত তখন আমার আবেগ প্রকাশের জন্য কোথাও লিখা লিখি করতে হত নাহ, আবেগ বাহ ইচ্ছে গুল সত্যি করার জন্য কোন চিন্তা করতে হত নাহ। ✌
তবে এই ডানা পাখির মত উরে বেরানোর ডানা নয় এই ডানা ইচ্ছে ডানা, নিজের ইচ্ছে গুল যে ডানায় ভর দিয়ে পারি দিতে পারে দুর দুরান্ত । আমি সেই ডানার পিছনেই ঘুরছি, যে ডানায় ভর দিয়ে পূর্ন হবে অামার মধ্যবিত্ত মনের ছোট খাট ইচ্ছে গুলো। তাই ত চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে যদি থাকত ডানা। ✌✌✈✈✈
©somewhere in net ltd.