![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২১ শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে ভাষার দাবিতে প্রাণ দিয়েছিল রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ আরো অনেক ভাষা শহীদ। তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলাভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি। পাকিস্তানি শাসকগোষ্ঠির জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেদিন দ্বিধাহীন চিত্তে পাক হানাদার বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল বাংলার এই সূর্য সন্তানেরা। আজকের এই দিনে তাদের এই মহান আত্মত্যাগের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। পাশাপাশি তাদের আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তায়ালা যেন তাদের এই মহান আত্মত্যাগ কবুল করে তাদেরকে জান্নাত নসীব করেন।
বাঙ্গালির ইতিহাস সংগ্রাম আর আত্মত্যাগের ইতিহাস। এদেশের মানুষ সেই বৃটিশ আমল থেকে শুরু করে বিভিন্ন সময় বার বার গর্জে উঠেছিল অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় ১৯৫২ সালের এই দিনে আমাদের ছাত্রসমাজও পিছপা হয়নি তাদের প্রাণের দাবি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের পথ থেকে। রাজপথে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেদিন আরো একবার প্রমাণ করেছিল এ জাতি বীরের জাতি, এ জাতি কখনো কোন অত্যাচারী শাসকগোষ্ঠীর সামনে মাথা নত করেনি, করবে না, সময়ের প্রয়োজনে যে কোন গর্জে উঠতে পারে এই বাংলার লক্ষ লক্ষ তরুন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে জানে।
ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দ্বায়িত্ব এখন আমাদের। দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের প্রাণ আর দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা অর্জন করলেও জাতির কাঙ্খিত মুক্তি আজও আসেনি। এই দেশের ভাগ্যাকাশে আজও আমরা দেখি শকুনের আনাগোনা, আজও আমরা আমাদের এই স্বাধীন দেশের সীমান্তে ঝুলে থাকতে দেখি শিশু ফেলানীর লাশ, আজও বিশ্বকাঁপানো পদ্মাসেতু দুর্নীতি, হলমার্ক-ডেস্টিনি-রেলওয়ে ক্যালেঙ্কারির মত বড় বড় ক্যালেঙ্কারিগুলোর কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির মুখে। শেয়ার বাজারে সর্ব:স্বান্ত হয়ে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আজও পথেপথে ঘুরতে হয় এদেশের লক্ষ লক্ষ তরুণ যুবককে। পাশাপাশি হরতাল অবরোধের মত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং রাজপথের সহিংসতায় এদেশের সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। আজও আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার দ্বন্দে লিপ্ত, লুটপাটে ব্যস্ত, সাধারণ জনগণের সুযোগ সুবিধার দিকে তাকানোর এতটুকু সময়ও তাদের নেই।
এই অবস্থা আর চলতে পারে না, সময় এসেছে তরুণ প্রজন্ম জেগে ওঠার, সময় এসেছে আরব বিশ্বের দেশগুলোর মত গণজাগরণ সৃষ্টি করার। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আসুন তাই আজ যে যার যার অবস্থান থেকে প্রতিবাদে সোচ্চার হই, বাঙ্গালী জাতির দীর্ঘ ইতিহাস সাক্ষ্য দেয়, এ জাতি জেগে উঠলে তাদেরকে অত্যাচার নির্যাতন করে দাবিয়ে রাখতে পারবেনা কেউই। আর মুখ বুজে এসব অত্যাচার, নির্যাতন, অপশাসন, দুর্নীতি, দলীয়করণ সহ্য না করে আসুন এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
বহুরুপি জীবন বলেছেন: ১৯৫২ সালে ভাষার দাবিতে প্রাণ দিয়েছিল রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ আরো অনেক ভাষা শহীদ।
অন্য শহিদ দের নাম কোথায় পাওয়া যাবে কোন আইডিয়া আছে নাকি ভাই?