![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিস্থিতি যাই হোকনা কেন আমি নিজেকে খুশী ও প্রফুল্ল একজন মানব হিসেবে বিবেচনা করি। কারন আমি শিখেছি, মানুষের বৃহৎ পরিসরে দুঃখ ও অখুশির বড় কারন পরিস্থিতি নয় বরং স্বভাব।
এখন গভীর রাত,মনে হচ্ছে এ্ই পৃথিবী নামক গ্রহে আমি একমাত্র জীব যে কিনা জেগে আছি বাকিরা গভীর ঘুমে নিমগ্ন। দক্ষিণের জানালা দুটো খুলতেই ভিজে গেলাম এক পরসা মধুর বাতাশে,চাদটা যেন রক্তাক্ত লাল গোলাপের মত কি এক অজানা আবেগে কাছে চানছে অবাক হয়ে দেখছিলাম প্রকৃতির অসম্ভব সুন্দর মুহূর্তটি, হঠাৎ একদল মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে এবং সাথে সাথে আমাকে ঘিরে ধরল একরাশ কালো অন্ধকার,হয়ত মেঘগুলো কিছু সময় পরে থাকবেনা আবার চাঁদ ফিরে পাবে তার পুরানো সোন্দয্যটাকে কিন্তু আমার ভাল লাগলোনা এই কালো অন্ধকারচ্ছ পরিবেশ কারণ আমি সর্বদা সব ভাল ও সুন্দরের পক্ষে,আমি যে সুন্দরের পুজারী।হঠাৎ দেখে নিতে ইচ্ছা হল ফেলে আসা জীবনের হিসাবের খাতাটা,দানবীয় গতিশীল সময়ের হাতে নিজেকে সঁপে দিয়ে অনেকটা পথ পেরিয়ে আসছি এমন অনেক কিছুই অহরহ ঘটছে যা মেঘে ঢাকা চাদটার মতই অন্ধকারচ্ছন্ন আমি সর্বদায় মুখ ফিরেয়ে নিয়েছি কারণ আমার জন্ম এবং বেড়ে উঠা এমন এক সমাজে যারা আমাকে শিখিয়েছে কিভাবে নিজে ভাল থাকা যায়।
ধর্ষণরে খবর দেখলে আমার আর মন খারাপ হয়না আর সেটি ও যদি হয় ৫ বছরের কচি শিশু কারণ এটি আমার দেশের প্রতিদিনের অত্যাধিক স্বাভাবকি খবর ,আর আমিতো কখনোই অভিযোগ করিনি এই সব ধর্ষকদের বিরুদ্বে যারা মাথা উচু করে দাড়িয়ে আছে আমাদের সমাজে শুধু অপমানিত হয় সেই ৫ বছরের শিশুটি ও তার পরিবার ।
রাস্তাই বের হলে বাবার বয়সের মানুষটিকে নূন্যতম সম্নান দেখানোর প্রযো্জন মনে করি না, অবলিলায় বলে ফেলি এই রিক্সা যাবে আর তার কোন একটা কাজ আমার মনপূত না হলে হাত তুলতে বাধে না কারণ সে তো সমাজের নিচু শ্রেনীর মানুষ আমি সম্নান দেখা্ই তাদেরকে যারা কিনা এই খেটে খাওয়া মানুষটরি হকের টাকাটা ও খেয়ে বসে আছে ।
গার্লফেন্ডের সাথে লাঞ্চ করতে আমাকে চাইনিজ রেষ্টুরেন্টে যেতেই হয় এর কারণ হিসাবে যেটা দাড় করি যে আমিতো বিংশ শতাব্দীর সুশীল সমাজের মানুষ সস্তা হোটেলে গেলে স্টেটাস থাকে না ,কিন্তু বাড়ি ফেরার পথে যখন দেখি কিছু ছোট্ট ছেলে মেয়েরা ডাষ্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে আমি নাক চেপে চলে আসি আর একটা অভিযোগ করি এই শহরটা এত নোংরা কেন! আমিতো তো কখনোই ওদের কষ্টের তীব্রতা বুঝার চেষ্টা করি না ওদের "ক্ষুদার রাজ্যে পৃথিবী ডাষ্টবিন ময় আর সমস্ত কাক কুকুর যেন নিজ সমজাতীয়" ওদের ব্যাথা বুঝতে পারিনি কারণ আমি যে সব বিদেশী খাবার দিয়ে পেট পুরে আসলাম আর ওদের ভাগ্যে দু'মুঠো ডাল ভাত জোটেনি এমন দু'চারটা রাত পার হয়ে গেছে।এই রঙ্গিন পৃথিবীর রঙ্গ মঞ্চে আমি নিয়মিত আনন্দ উপভোগ করে যাচ্ছি আমি যে স্রেফ দর্শক মাত্র...
হায়! হায়!!!
আমি এসব কি ভাবছি, আমি যে প্রগতিশীল মধ্যে একজন,আমি যে সুশীল সমাজের লোক এবং আধুনিক চিন্তা ধারনার ধারক ও বাহক এত ছোট বিষয় নিয়ে ভাবলে হবে! আমাকে ভাবতে হবে কিভাবে আধুনিক হতে আরও আধুনিকতর হওয়া যায়।
তবু ও বিবেক নিরবে চাপা সুরে কেদে বলে এর শেষ কোথায়?
২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
মুক্ত পিঞ্জর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ........
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
রাজু মাষ্টার বলেছেন: অনেক ভালো লিখেছেন
আমরা আসলেই এমন করে কখনই চিন্তা করিনা
++