নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পিঞ্জর

মুক্ত পিঞ্জর

পরিস্থিতি যাই হোকনা কেন আমি নিজেকে খুশী ও প্রফুল্ল একজন মানব হিসেবে বিবেচনা করি। কারন আমি শিখেছি, মানুষের বৃহৎ পরিসরে দুঃখ ও অখুশির বড় কারন পরিস্থিতি নয় বরং স্বভাব।

মুক্ত পিঞ্জর › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র ধর্ম ইসলাম?

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৮

একজন মুসলমানের মৌলিক স্ট্যান্ডার্ড হল ধর্ম যেটা দ্বারা তার ইহকালিন কাজের পরিধি নির্ণয় করা হয় আর সেই ধর্ম কে আইন করে সংবিধান থেকে বাদ দেওয়াটা কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় সেটা আমার বুঝে আসেনা। ১৯৯৮ সালে সংবিধানের সংশোধনী তে ইসলামকে রাস্ট্র ভাষা হিসাবে প্রবর্তন করা হয়। অন্য ধর্মাবলম্বীদের উপর তথাকথিত সন্ত্রাসী হামলার জের ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম পত্যাহার হতে পারে।এই প্রসঙ্গে হাই কোর্টের জারি করা রিটের শুনানি ও শুরু হয়েছে।

তথাকথিত যে চরমপন্থি সন্ত্রাসী হামলায় জের ধরে ইসলাম আজ বিতর্কিত,সরকার কতটুকু সেই সন্ত্রাসী নির্মুল করতে পেরেছে সেটা জাতি খুব ভাল ভাবেই অবহিত।আর এবার ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার মাধ্যমে আরও পৃথিবিকে ভাল ভাবে বুঝানো যে আমাদের দেশে সন্ত্রাসীর প্রবনতা কতটা প্রখর।যাতে করে পশ্চিমা দের আর ও সুবিধা হয় জঙ্গি দেশ বলে আখ্যা দিতে।

যে দেশে ৯০.৪ ভাগ মুসলমান সে দেশে মামুলি ক্রিকেট খেলায় একজন প্লেয়ার কে বাদ দিলে আন্দোলন হয়, হয় মানব-বন্ধন কিন্তু সবচেয়ে বড় সম্পদ আজ রহিত হবার পথে তবুও হয়নি তেমন কোন জোড়াল আন্দোলন। আজ স্কুল কলেজে মেয়েদের প্রকাশ্যে হিজাব পড়া নিষেধ করা হয় কিন্তু অবাধে যুবক যুবতিদের অবাধ মেলামেশার উপর কোন নিশেধাজ্ঞা নেই ,সে দেশে এরকম অনেক কিছু হবেই আর এটা মুসলমানদের নৈতিকতার চরম অবক্ষয়ের শেষ পরিনতি।(দিস ইজ একট্রিম শেম ওন ইভরি সিঙ্গেল মুসলিম ইন দিস কান্ট্রি)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৯

বিজন রয় বলেছেন: দিস ইজ একট্রিম শেম ওন ইভরি সিঙ্গেল মুসলিম ইন দিস কান্ট্রি

২| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

মুক্ত পিঞ্জর বলেছেন: ওয়েলকাম আমার ব্লগ পড়ার জন্য, ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.