নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

সকল উগ্র ধর্ম সভ্য সমাজে নিষিদ্ধ হোক।

২৯ শে মে, ২০১৬ রাত ৮:১১

ব্রাসেলস এয়ারপোর্ট এবং মেট্রোতে অনেকগুলো বোমা বিষ্ফোরণ ঘটানো হয়েছে। অতিমধ্যে ১৩ জনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই দেশে এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ঘোষণা দেয়া হয়েছে। বলুন তো, কারা এই ঘটনা ঘটিয়েছে? ইসরাইল? ভারত? আমেরিকা? রাশিয়া? নাকি এরা সবাই মিলে? সাব্বাস!

নাহ, ব্যাপারটা এখন আর চমকে দিচ্ছে না। অভ্যাস হয়ে গেছে। মুমিন মুসলমানরা বোমা হামলা চালাবে, চাপাতি দিয়ে কল্লা নামাবে, এটা এখন আর অবাক করার মত বিষয় নয়। বোমা হামলা না করলেই বরঞ্চ অবাক হয়ে জিজ্ঞেস করতে হয়, আপনার সমস্যাটা কী? আপনি সুস্থ আছেন তো?

শান্তির ঠাণ্ডা আগুনে পুড়ে যাচ্ছে পৃথিবী। মধ্যযুগের বর্বর দাঁতালো দানবগুলো আরব ছেড়ে বেড়িয়ে পরেছে পৃথিবীর আনাচেকানাচে। জম্বির মত কামড়াচ্ছে যাকে সামনে পাচ্ছে। মধ্যযুগের এক বর্বর যুদ্ধনেতা শিখিয়ে গেছে কীভাবে কাফের কতল করতে হয়, কীভাবে কাফের রমনীদের গনিমতের মাল বানাতে হয়, কীভাবে গণহত্যা চালাতে হয়। হিটলার? সে তো তার কাছে শিশুমাত্র! আর কতদিন এই নোংরা মতাদর্শটি মানুষের রক্ত ঝরিয়ে যাবে? আর কতদিন মুমিন মুসলমানরা মৃত মানুষের রক্ত মাংস খাবে?

সকল ধর্মীয় মতাদর্শ ধ্বংস হোক। সকল উগ্র ধর্ম সভ্য সমাজে নিষিদ্ধ হোক। মানুষ মানুষের মত বাঁচুক, মধ্যযুগের বর্বর আরবের দাঁতালো শুয়োরের মত নয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৬

চিকেন শর্মা বলেছেন: ধর্মকারীতে ব্যান খাইস নাকি লাইত্থায়া খেদায়া দিসে?

২৯ শে মে, ২০১৬ রাত ৯:২০

মুক্তমনা ব্লগার বলেছেন: লুল।
ব্যান অথবা লাত্থি কোনটাই খাই নাইরে দাদা।

২| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:২৪

খন্দকার আঃ মোমিন বলেছেন: এই সমস্ত মানুষ গুলার কারনেই আসলে দুনিয়া থেকে অন্ধান্ত দূর হয় না এরা নিজেদের কে খুব জ্ঞানী মনে করে এবং যখন তখন আবল তাবল প্রশব করে । ব্লগের উচিৎ এই ধরনের সন্ত্রাশি মনোভাব কারি দের ব্যাপারে বেবস্থা নেয়া ।

৩০ শে মে, ২০১৬ রাত ১২:০৩

মুক্তমনা ব্লগার বলেছেন: ব্লগের কি করা উচিত সেটা ব্লগ অথরিটি খুব ভালো করেই জানে,আপনি এইখানে সন্ত্রাসী মনোভাব কোথায় খুঁজে পেলেন ?

৩| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে, আপনারমত কিছু হুজুগে মুক্তমনা তৈরী করতে পেরেছে...

৩০ শে মে, ২০১৬ রাত ১২:০৫

মুক্তমনা ব্লগার বলেছেন: ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে কারণ তারা অনেক সম্ভাবনা বন্ধুদের খুন করে তারা আজ সমাজে প্রতিষ্ঠিত।

৪| ০২ রা জুন, ২০১৬ সকাল ১১:২২

সোজোন বাদিয়া বলেছেন: মন্তব্যকারীদেরকে বলছি - ইসলামের নামে সারা পৃথিবীতে যে নৃশংসতা চালানো হচ্ছে সেটি কি আপনার অস্বীকার করছেন? লেখকের সাথে পুরো কন্ঠ মেলাবনা, কারণ ধর্মের শান্তির রূপও দেখেছি। 'মাটির ময়না' ছবিটাতেও তারেক মাসুদ মাদ্রাসার শিক্ষকদের মধ্যে এই দুটো রূপই তুলে ধরতে চেষ্টা করেছেন। আমার কাছে বাস্তবতা একেবারে সাদা বা কালো কোনোটাই মনে হয় না। সকলেই ভাল থাকুন।

০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৮

মুক্তমনা ব্লগার বলেছেন: আপনার মতামত ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.