নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

অলৌকিক শিশু

০৭ ই জুন, ২০১৬ রাত ১১:০৪

মর্মাতুরের আর্তনাদ, স্বজন হারানোর বিলাপের মাঝে
জানিয়ে দাও তুমি তোমার আগমন ধ্বনি, আর্তচিৎকারে
হে অলৌকিক শিশু
তুমি জানোনা, জানবেনা কিংবা কখনো হয়ত জানবে
তুমি হচ্ছ দু'জন মানব-মানবীর আনন্দের ফসল
সেই আনন্দ, যার উৎপত্তি সৃষ্টির আদিতে
যার শুরু স্পর্শে এবং শেষ
কোন যোনিমুখের অভ্যন্তরে কামুক পুরুষের কম্পমান লিঙ্গের নিঃসৃত তরলে
তারপর শত উৎকন্ঠা, কত দুরভিসন্ধি
সব বাধা অতিক্রম করে তুমি দেখলে পৃথিবীর আলো
জয় হয় মানবের, মানবতার, জীবনের।
কিন্তু তুমি যে শুধুই ভুল!
কিন্তু জন্ম কি করে ভুল হতে পারে!
এ যে চরম সত্য!
নির্বোধরা তা বুঝতে চায়না,
তাই তারা সেই ভুলকে ছুড়ে ফেলে আস্তাকুড়ের জঞ্জালে
তুমি নিস্পাপ! তুমি পবিত্র!
আস্তাকুড়ের জঞ্জাল তোমাকে গ্রাস করতে পারবেনা
আমি জানি,
বেচেঁ থাকো- হে অলৌকিক শিশু।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ রাত ১১:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: হুম ভালো লাগলো ।

০৮ ই জুন, ২০১৬ ভোর ৫:১১

মুক্তমনা ব্লগার বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.