নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be positive

তুমি যতবড় পণ্ডিত ব্যাক্তি ই হও না কেন, নিজের জীবনে তার প্রতিফলন ব্যাতিত তুমি মূর্খ।

এ আর মুকুল

গান শোনা,মুভি দেখা আর সারাদিন ঘুমানোর মত অসাধারণ প্রতিভার অধিকারী।সাইকোলজি তে পড়ছি তবে সাইকো হতে চাই না।সাধারন মানুষ হয়ে ই থাকতে চাই। ফেসবুকঃ www.facebook.com/atiqurrahman.mukul

এ আর মুকুল › বিস্তারিত পোস্টঃ

ঐ গানটা

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

আমার বাসার সামনের বাসায় এক পরিচিত ছোট ভাই আছে। তার কাজ হল কিছু দিন পর পর আমার কাছে এসে মুভি আর গান নিয়ে যাওয়া। আজকে রাস্তায় দেখা হতেই সে বলল..

ছোট ভাইঃ ভাই আপনার কাছে ঐ গানটা আসে??

আমিঃ কোন গানটা??

ছোট ভাইঃ আরে ওইদিন যে শুনলাম... ঐ গানটা

আমিঃ কি ঐ গান,ঐ গান শুরু করসস? গানের কি কোন নাম নাই?

ছোট ভাইঃ নামটা ঠিক মনে পরতেসে না

আমিঃ কোন শিল্পীর গান?

ছোট ভাইঃ শিল্পীর নাম তো জানি না।

আমিঃ কি গান? বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, তামিল, আরবি, ফারসি, হিব্রু নাকি সংস্কৃত?

ছোট ভাইঃ ভাই মজা করতেসেন??

আমিঃ তর সাথে মজা করুম কেন? তুই কি আমার দুলাভাই?

ছোট ভাইঃ গানটা আমার দরকার। শুনতে ইচ্ছা করতাসে। দেন না

আমিঃ তুই গানের নাম জানস না, শিল্পী চিনস না, কি গান তাও জানস না। আমি কেমনে তরে গান দিমু? দুনিয়াতে কি খালি ঐ একটা গান ই আছে নাকি?

ছোট ভাইঃ আরে ঐ যে...... নায়িকা ছাদের উপরে ছিল, নায়ক পিছন থেকে নায়িকারে জরাইয়া ধরছিল। ঝুম বৃষ্টি পরতেছিল, ছাদে শুকাতে দেয়া কাপড়গুলো দুলতেছিল। ছাদে শুধু তারা ২ জন ই ছিল। ২ জন ২ জনকে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল............ ঐ গানটা

আমিঃ মাইরালা :|:|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.