নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
পিছন ফিরে তাকালে দেখি
কিভাবে আমি সদ্য ফোটা ফুলে বিষ ঢেলেছিলাম।
তখনও আমাকে সে ফুল বলেনি থেমে যেতে,
নিজ দোষে হারালো সে প্রাণ যে প্রাণ পেয়েছিল আমারই কারণে
পরিচর্যার এতটা বছরে।
কাঁটা হয়ে বেড়ে উঠে স্মৃতিবৃক্ষে
পুনর্জন্ম তবু ভুলেনি আমারে।
কারা যেন বলে গেছে জীবন নাকি চলে আশীর্বাদে
বোকা সব জানেনা তারা আমারও জীবন
দিব্যি চলে যাচ্ছে ঘনকালো আভিশাপে।
©somewhere in net ltd.