নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
গত ৫ ই এপ্রিল, ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাইয়ের একটা ব্লগ পোস্টে দেখি উনি ২১ জনকে টি-শার্ট উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। এরজন্য কি করা লাগবে? কিছুই না, শুধু সাইজ, ঠিকানা, ব্লগ নিক লিখে ওনাকে মেসেজ করলেই হবে। এরকম গিফট পোস্ট কখনো ভাগ্যে জোটেনি। ভাবলাম এবারও জুটবে না। যথারীতি কমেন্ট সেকশনে গিয়ে দেখি মাত্র ছয়জন কমেন্ট করেছেন। আমার খুশি আর দেখে কে! সম্ভবত এদিক দিয়ে কপাল ভালো ছিল সেদিন। মন্তব্য করে বসলাম "আমিও কি পেতে পারি?" সাথে সাইজ লিখে দিয়েছি। মেসেজও দিয়েছি পরবর্তীতে। শাইয়্যান ভাই মেসেজ দেখেই সাথে সাথে ধন্যবাদ জানিয়ে রিপ্লাই দেন।
ভেবেছিলাম, ভাই ব্যস্ত থাকবেন বিধায় পাঠাতে দেরী হবে। কিন্তু না! কয়েকদিন পরই সুন্দরবন কুরিয়ার থেকে মেসেজ আসে যে আমার নামে একটা পার্সেল বুকড হয়েছে সিলেট থেকে। আর আজকে গিয়ে সেই পার্সেল রিসিভ করে আনি।
শাইয়্যান ভাইকে রিসিভ করে মেসেজ দিয়ে কনফার্ম করলাম। বলতে পারি এমন অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে প্রথমবারই গিফট পেলাম৷ সামুতে আমার ৬ মাস হয়েছে৷ নতুনই বলা যায়। শাইয়্যান ভাই গিফট দিয়ে আনন্দ পেয়েছেন আর আমরা গিফট পেয়ে। আশা রাখি ব্লগারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। এভাবে সবাই গিফট দিলে কত ভালোই না হতো! হাহা!
পরিশেষে, ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০
মুনাওয়ার সিফাত বলেছেন: হয়তো চোখে পড়েনি। মিস করার মতই আসলে।
২| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫১
নয়া পাঠক বলেছেন: আমিও আজকে গিফটা হাতে পেলাম। ধন্যবাদ শ্যাইয়ান ভাইকে।
১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০
মুনাওয়ার সিফাত বলেছেন: বাহ! ভাগ্যবান বটে।
৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯
নজসু বলেছেন:
আহারে মিস করে ফেললাম!
১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০১
মুনাওয়ার সিফাত বলেছেন: মিস করার মতই।
৪| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। দারুণ একটি কাজ করেছেন উনি।। ব্লগারদের মধ্যে হৃদয়ের বন্ধনকে আরো মজবুত হোক। নববর্ষের শুভেচ্ছা সকলকে।
১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০১
মুনাওয়ার সিফাত বলেছেন: অবশ্যই। আমাদের বন্ধন সুদৃঢ় হোক।
৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৮
সাহাদাত উদরাজী বলেছেন: আমাকে কল দিয়েছে সুন্দরবন, একটু পরে যাব। আমি এই প্পোষ্ট দেখে বুঝতে পারলাম, এটাই হবে।
১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০২
মুনাওয়ার সিফাত বলেছেন: ব্লগে অনুভূতি জানাবেন আশা রাখি।
৬| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়ার উদ্যেগটি খুব ভাল লেগেছে।
১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০২
মুনাওয়ার সিফাত বলেছেন: আসলেও ভালো উদ্যোগ।
৭| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: মাত্রই অফিসে বসে উপহারের প্যাকেট রিসিভ করলাম। দারুন ব্যাপার। ধন্যবাদ। কৃতজ্ঞতা সত্যপথিক শাইয়্যান ভাইয়ের প্রতি।
৮| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই খুব সুন্দর একটি কাজ করেছেন। এরকম কাজ সামুতে আগে কেউ করেন নি। শ্যাইয়ান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি টিশার্ট পেয়েছি।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮
অধীতি বলেছেন: মিস করলাম