নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
আপনারা নিশ্চয়ই জানেন প্রতিবছর ৪০০,০০০ পরিক্ষার্থী BCS প্রিলিমিনারি দেয়।
...........
...............
ধরি, ৪০০,০০০ এর মধ্যে ২০০,০০০ সিরিয়াস ভাবে পরীক্ষা দেয় আর বাকি ২০০,০০০ দেওয়ার জন্যই বা পারিবারিক প্রেশারে দেয়। এই ২০০,০০০ এর মধ্যে ফাইনাল সিলেকশন ২,০০০ বা ১%. তার মানে ক্যাডার হবার জন্য বাকি ৯৯% কে পেছনে ফেলে টপকাতে হবে। আচ্ছা আরো সহজ করে ধরি! ধরেন আপনি ৩ বার পরীক্ষা দিলেন। ২০০,০০০ সিরিয়াস পরীক্ষার্থীকে ৩ ভাগে ভাগ করি। প্রিপারেশন হিসেবে প্রথমবার আপনার কম্পিটিটর ১০০% (২০০,০০০ জন), দ্বিতীয়বার ৬৬%(১৩৩,০০০ জন) আর তৃতীয়বার ৩৩%(৬৬,০০০ জন)। তার মানে তিনবার পরীক্ষা দিলে আপনার টিকে যাবার গাণিতিক সম্ভাবনা ২০০০/৬৬০০০ = ৩%!
..........
...........
--শাব্বির আহসান (সিলেবাসের বাইরে)
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৬
মুনাওয়ার সিফাত বলেছেন: অনার্স পড়ুয়াদের ক্যারিয়ার বিষয়ক বাস্তবিক পরামর্শ দন করেছে লেখক।
২| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: ''ভাগ্য'' বলে একটা কথা আছে।
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৬
মুনাওয়ার সিফাত বলেছেন: তা তো অবশ্যই।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
বইটি পড়ে কি শেখা যাবে?