নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
কত ঘটনা চিত্ত দোলানো নিত্য দিনই হইতেছে
তবু দেশের কতক শূয়োর এখনো ঘুমাইতেছে।
জান গেল, প্রাণ গেল, গেল দেশের মান মর্যাদা শান,
তবু তাদের ঘুম ভাঙিলো না যতই হলো ঘুম ভাঙানোর গান।
ঢাক বাজিলো, বাজি ফুটিলো, ফুটিলো গ্যাসের নল
ঘুম তো তাদের ভাঙিলো না, কে উঠাইবে তাদের তোরাই এবার বল?
হত্যা লুণ্ঠন দুর্নীতির বিচরণ চারিদিক ছড়াইতেছে
কে শুনে কার কথা, শূয়োরগুলো এখনো যে ঘুমাইতেছে
২| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: মুনাওয়ার সিফাত ,
বিদ্রুপাত্মক.....................
চমৎকার ছড়া।
৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৪
খাঁজা বাবা বলেছেন: এদের পেছনে না পিটালে ঘুম ভাংবে না
৫| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৭
গঘঙছয় বলেছেন: শিরোনামটি কতটা রাগান্বিত তা কোন পার্থক্য করে না; এটা উভয় উপায়ে হাস্যকর. https://geometrygame.io/
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪
শায়মা বলেছেন: হা হা শিরোনামে রাগ বিদ্বেষ যাই থাকুক না কেনো মজার হয়েছে শিরোনামটা।