নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
মরে গেলে খুশি হবে কারা?
দূরে সরাতে চেয়ে পারেনি যারা।
▪️
এমনও মানুষ থাকে
সফলতা না এলে
বিশ্বাস ভেঙে ফেলে।
▪️
কারো কারো শুধু শোনা কথায় বিশ্বাস করে যেতে হয়; অন্ধলোকটি যেমন।
▪️
চোখ মেলে ভালোবাসা নেয়ার বদলে তোমরা
ঘৃণা নিয়ে চললে।
দোষ দিলে
আমি নাকি ভালোবাসার স্থানে ঘৃণা রেখেছি ইচ্ছে করে।
▪️
চোখের কোটরেই
কোটর ভরা জল।
ক্রন্দন আসে,
তবু করে না কেন ছলছল?
▪️
'ভালো থাকা' মানে কী? শুধুই সান্ত্বনা নাকি মরীচিকার আহবান?
▪️
সুদিন এসে দেখে যাও দুর্দিনের সঙ্গ।
▪️
দোষী সাব্যস্ত হয়েছি,
আমৃত্যু কারাভোগ না দিয়ে
আমাকে আরাম করে ফাঁসি দিন।
-মুনাওয়ার সিফাত
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭
মুনাওয়ার সিফাত বলেছেন: যার যেমন ভাবনা !
২| ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ বেশ লিখেছেন তো !!
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭
মুনাওয়ার সিফাত বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাম্বারিং করে লিখলে রেফার করতে সুবিধা হতো। হাউএভার, সব ক'টাই ভালো, তবে, কয়েকটা একটু বেশি ভালো। কোটরভরা জল অন্যতম।
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭
মুনাওয়ার সিফাত বলেছেন: সামনে থেকে নম্বর দিয়ে দিব।
৪| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৮
মুনাওয়ার সিফাত বলেছেন: এটাকে বলে আপেক্ষিকতা ।
৫| ০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
বাকপ্রবাস বলেছেন: আমার বেশ ভাল লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৮
মুনাওয়ার সিফাত বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬| ০৮ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩৮
মিরোরডডল বলেছেন:
চোখের কোটরেই
কোটর ভরা জল।
ক্রন্দন আসে,
তবু করে না কেন ছলছল?
বাহ!!!!
ছোট ছোট দুঃখলিপি পড়তে ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫২
সোনাগাজী বলেছেন:
এগুলো কি বিশাল বড় কোন ভাবনার কথা?