নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
বিশ্বাস অবিশ্বাসের জায়গায় কিছু মানুষ শুধু অবিশ্বাস করে গেল.....
আমি বিশ্বস্ত হতে গিয়ে অভিমান করে গেলাম।
তাদের বিশ্বাস অর্জন হলো না,
আমার আর কিছুই হলো না......
সবশেষে ক্লান্তির সঙ্গ পেলাম; বহুদিন ধরে সঙ্গ দিয়ে আমাকে ব্যতিব্যস্ত করার বদলে জীবন জন্ম সংসারে অনীহা দিয়ে অবসাদগ্রস্থ করলো
প্রাণবায়ু স্রেফ প্রহরের গুনছে সেকেন্ড কাঁটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর বর্তাল বলে, শুধুই আথিতেয়তা।
আমি সবই বুঝি...অভিমান বলো আর অবিশ্বাসের জায়গা থেকে ক্ষোভ ঝাড়া।
আস্ত একটা পাহাড় গুড়িয়ে গেল কোনো বোমা বিস্ফোরণ ব্যাতিত
আশ্চর্য হইনি বরং কৌতূহল হলো কেন এমন হবে তাও তুচ্ছ কারণ!
আমার আর কিছুই হবে না যদি.....
যদি আবার অভিমান তুলে নিয়ে বিশ্বস্ত হতে পারি।
জানি সহজেই হচ্ছে না ,
না হলে আমি আবার ক্লান্তির সঙ্গ নিয়ে
দু:খবোধ ছাড়ছি না।
যদি দোষ আমারও হয়
বা নাও হয়
তবু আমার বুঝি আর কিছুই হলো না।
মুনাওয়ার সিফাত
১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬
মুনাওয়ার সিফাত বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আস্ত একটা পাহাড় গুড়িয়ে গেল কোনো বোমা বিস্ফোরণ ব্যতীত
আশ্চর্য হই নি বরং কৌতূহল হলো কেন এমন হবে তাও তুচ্ছ কারণ!
চমৎকার।
১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬
মুনাওয়ার সিফাত বলেছেন: পাশে থাকবেন ।
৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ভালোই হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৯
অধীতি বলেছেন: অসাধারন।
মাঝে মাঝে প্রলাপ বকতে ভালই লাগে।