নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার ভাব টুকু সহজে বুঝুক সকলে, এটাই চাই। প্রশংসা, সমালোচনা দুই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকে আমাকে পেতেঃ https://www.facebook.com/thinker.sifat

মুনাওয়ার সিফাত

এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।

মুনাওয়ার সিফাত › বিস্তারিত পোস্টঃ

কবিতা বললেও পাপ হবে না

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২২

▪️ কবিতার স্বরূপ
কিছু দু:খ কবিতা হয়ে যায়,
হয়ে যায় না বলা কথা ভিন্ন সুরের গান,
সবই দেখ, পড়, শুনো
তবু দু:খ বোঝো না।

▪️ওয়াদাভঙ্গ
জন্মের আগে স্রষ্টা ওয়াদা করাইলেন দুনিয়া দিয়া পরকাল কিনবি।
আমি কোনো চিন্তা ছাড়া রাজি হইলাম।
জন্মের পর সবাই দুনিয়ার বদলে আবার দুনিয়া শিখাইলো আর আমি স্রষ্টারে দেয়া ওয়াদা বেবাক ভুইলা গেলাম।

▪️জানতে মানা
মা বাপ কোনোদিনও জানবেনা তাদের সাথে কলহের দিনেও "রাব্বির হাম হুমা......." পড়তে ভুলি নাই।

▪️প্রতিক্রিয়া
নামাজ পড়েও জাহান্নামে যাবে যে লোক,
সে কি হতবাক হবে? নাকি পাবে শোক?

▪️দুনিয়া পূজা
হেফজখানার শিশুটির হাফেজ হতে দেরী হলে মা বাপ দুশ্চিন্তায় পড়ে যায় বয়স চলে যাচ্ছে বলে।
হেফজখানার শিশুটি একদিন জিজ্ঞেস করে বসলো, "দুনিয়াই যদি এত বেশি চাও হাফেজ বানাতে কেন পাঠালে?"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা মাশাআল্লাহ

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭

মুনাওয়ার সিফাত বলেছেন: শুকরিয়া

২| ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিন চলে গেল মন্তব্য আর আসলো না। হাবিজাবি পোস্টে মন্তব্যের অভাব নাই

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৯

মুনাওয়ার সিফাত বলেছেন: আমি দীর্ঘদিন ধরে যা বুঝলাম এই ব্লগ গার্বেজ দিয়ে ভরপুর ।ধর্ম নিয়ে সবার চরম লেভেলের চুলকানি । সামু ব্লগ নিয়ে আগেও অনেক শুনেছিলাম ।নিজে এসে দেখছি। ফেইক নিক দিয়ে উগ্রতা ছড়ায় । না জেনে ব্লগ লিখে ফেলে।

৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: ভালোই লিখেছেন।

৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫

রিদওয়ান খান বলেছেন: সুন্দর সব উপলব্ধি। বেশক্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.