নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

"সালাম" এবং কিছু ভ্রান্ত ধারণা

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২

বড়দেরকে 'সালাম' দিয়ে সম্মান প্রদর্শন করাটা পুরোটাই আপেক্ষিক। যে যেভাবে নেয়। বড়দের বলতে বাবা-মা,শিক্ষক,বড় ভাইবোন যে কেউই হতে পারে। তবে সালাম দিলেই সম্মান প্রদর্শিত হয় আর না দিলে হয়না এ কথা ঠিক না। মুখে সালাম দিলাম কিন্তু অন্তর থেকে তাঁকে সম্মান করলাম না,এই সালামের কোনো ভিত্তি নাই।

তবে কিছু নামমাত্র মুসলমানের ভেতরে একটা ভ্রান্ত ধারণা তৈরী হয়ে গিয়েছে। তাদের ধারণা 'সালাম' শুধু ছোটরাই বড়দেরকে দেবে,এটাই ইসলামের বিধান। কিন্তু না ; এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত।তবে হ্যাঁ ; সওয়ারী ব্যক্তি পায়ে চলা ব্যক্তিকে, চলনেওয়ালা বসা বা দাঁড়ানো ব্যক্তিকে, আগন্তুক অবস্থানকারীকে, কম সংখ্যক লোক বেশীসংখ্যকদেরকে এবং কম বয়সী অধিক বয়সীকে আগে সালাম করা উত্তম। জামাআতের মধ্যে থেকে একজন সালাম করবে সকলের পক্ষ থেকে তা যথেষ্ট হবে। তাই বলে এই না যে ছোটরা বড়দেরকে আগে সালাম করতেই হবে। তবে করাটা উত্তম। যদি কেউ না করে থাকে সেক্ষেত্রে বড়রা ছোটদের উদ্দেশ্যে সালাম প্রদর্শন করলে বড়দের গুনাহ হয়না ; বরং এ থেকে ছোটরা শিক্ষা নিতে পারে।

ছোটরা সালাম না দিলে তাকে হেনস্তা না করে আপনিই আগে সালাম দিন,সে শিখুক ; এতে আপনার সম্মান কমবেনা বরং বাড়বে। আমি ছোটবেলা আমার নানাভাইকে দেখেছি; দেখা হলে তিনিই আগে সালাম দিতেন। আমরা দেয়ার সুযোগই পেতামনা,পরে দিতে হতো।

মনের ভেতরে এমন ধারণা পোষণ না করে ছোটদের প্রতি স্নেহশীল হোন। সালাম দিলে আপনার কোনো ক্ষতি হবেনা বরং আপনার প্রতি তাদের সম্মান আরো বেড়ে যাবে। বাহির থেকে ঘরে ঢুকেই সালাম দেয়ার বিধান রয়েছে। তাই বলে এই না যে আপনি এই প্রাণহীন ঘরের কাছে ছোট হয়ে গেলেন! শিক্ষক ক্লাসরুমে ঢুকে আগে সালাম দিয়ে অমনোযোগী ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষকের সম্মান মোটেও কমেনা বরং সওয়াব বাড়ে।

জানুন,শিখুন আগে নিজে পালন করুন তারপর অন্যদের জানান। শেখান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩২

আহলান বলেছেন: সালাম আদান প্রদান ছোটদেরকে শিখানোর প্রয়োজনেই তাদেরকে সালাম দিতে হয় ...।

২২ শে জুন, ২০১৬ রাত ১০:৫৬

অবনি মণি বলেছেন: হুম।

২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার একটা পোস্ট। সব কথা গুলাই বাস্তব এবং শিক্ষণীয়। আসলেই, ইসলামে এই সব বিধান গুলাই রয়েছে।

ধন্যবাদ আপনাকে, অসাধারণ একটা পোস্ট দেওয়ার জন্যে!

২২ শে জুন, ২০১৬ রাত ১০:৫৭

অবনি মণি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.