নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

অবনি মণি

যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।

অবনি মণি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ "ভ্রমণ" _____১

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২০

এখন পর্যন্ত যেসব জায়গায় ভ্রমণ করেছি এবং নিজের হাতের তোলা কিছু ছবি আজ পোস্ট করলাম।
ছবিগুলো আমার পছন্দের এবং প্রিয় মোবাইল হ্যান্ডসেট দিয়ে তোলা!
অন্যের ছবি কিংবা প্রকৃতির ছবি তোলার কিছুটা নেশা আছে বটে!


রাতারগুল সোয়াম্প ফরেস্ট২০১৬,সিলেট(আমার নিজ জেলা) ।
সারা পৃথিবীতে ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট বা স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। ভারতীয় উপমহাদেশে আছে এর দুইটি। তার একটি শ্রীলংকায় আর আরেকটি আমাদের বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটে। স্থানীয় মানুষ জনের কাছে এইটা “সুন্দরবন” নামেই বেশি পরিচিত, আবার অনেকেই বলে "বাংলাদেশের আমাজান"।
রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিল গুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণী।
উপকূলীয় এলাকার বাইরে অন্যান্য জায়গার সোয়াম্প ফরেস্ট গুলো সব সময় জলে প্লাবিত থাকে না। কেবল বর্ষায় এই বনের গাছগুলো আংশিক জলে ডুবে থাকে। আমাদের বাংলাদেশের এমন একটি সোয়াম্প ফরেস্ট এই রাতারগুল জলাবন। দেশের স্বীকৃত একমাত্র এই সোয়াম্প ফরেস্টটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত। এটাকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট বলা হয়। দেখলে মনে হবে সুন্দরবন। এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে সিলেটের সুন্দরবন নামেই পরিচিত।
বি: দ্র: কেউ যেতে চাইলে ভালোভাবে জেনে যাবেন। নৌকার ঘাট আছে কয়েকটা। সব ঘাট থেকে নৌকা নিলে সব জায়গা ভালোভাবে দেখা যাবেনা। মটরঘাট,রাতারগুল ঘাট আর আরেকটার নাম ঠিক জানা নেই।রাতারগুল ঘাট দিয়ে গেলে গাড়ি রেখে ঠিক ঐজায়গা থেকেই নৌকা নেয়া যাবে। নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার পর্যন্ত যাওয়া যাবে।



লোভাছড়া (লোভানদী ঝুলন্ত ব্রীজ,ইন্ডিয়ার বর্ডার),কানাইঘাট,সিলেট২০১৬।
দেশের উত্তর-পূর্ব সীমন্তে কানাইঘাট উপজেলায় (সিলেট) ব্রিটিশ আমলে চালু হওয়া চা বাগান এবং নানা দর্শনীয় স্থান ঘিরেই লোভাছড়ার অবস্থান। ছোট-বড় পাহাড়-টিলা, নদী-নালা ও খাল-বিল পরিবেষ্টিত প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক দর্শনীয় স্থান লোভাছড়া। প্রায় ৫০ বছর আগে নির্মিত টিলাবাবু আর ম্যানেজারের আকর্ষণীয় বাংলো আজো পর্যটকদের বিমোহিত করে।
এই চা বাগানের সৌন্দর্যের প্রতি মুগ্ধতা অন্যদিকে রয়েছে তার প্রাকৃতিক ঐশ্বর্যের প্রতি লালসা। লোভাছড়ার পাশ দিয়ে ভারত সীমান্তে হারিয়ে গেছে ‘নুনগাঙ’। ‘নুনগাঙ’ প্রায় নদীর মতো হলেও এটি আসলে ঘোলা পানির একটি খাল যা লোভাছড়া নদী থেকে উৎপন্ন হয়েছে। খালের ওপর বেশ পুরনো, তবে এখনো মজবুত স্টিলের তৈরি একটি ব্রিজ রয়েছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন্ত সেতু। সড়ক পথে লোভাছড়ায় আসার পথে পাওয়া যায় ব্রিটিশ আমলে নির্মিত এই ঝুলন্ত সেতু, স্থানীয়ভাবে যা ‘লটকনির পুল’ নামে পরিচিত। জানা যায়, ১৯২৫ সালে ইংরেজরা লোভাছড়ায় যাতায়াতের জন্য সেতুটি নির্মাণ করে। আকর্ষণীয় এই সেতুর ওপর দাঁড়িয়ে লোভাছড়ার অপরুপ সৌন্দর্য উপভোগ করা সত্যিই অসাধারণ। লোভাছড়ার দক্ষিণ পাশে সুরমা নদী তীরবর্তী মূলাগুল বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি টিলার ওপর রয়েছে হযরত শাহজালাল(র.)-এর সঙ্গী ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম ওলি হযরত মীরাপিং শাহ (র.)-এর মাজার। মাজারটি দেখার জন্য এখানে প্রতিদিন অনেক ভক্ত এসে ভিড় জমান। ভক্তদের ভালোবাসার শুভ্রতা ছড়িয়ে পড়ে মাজার সংলগ্ন এলাকায়।


রাতের বীচ ক্যাফে,সুগন্ধ্যা বীচ, কক্সবাজার !

সন্ধ্যার লাবণী বীচ,কক্সবাজার ২০১৬ ।





ভাটিয়ারি, চট্রগ্রাম,২০১৫।
চট্রগ্রাম শহর সিটি গেইট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে ভাটিয়ারীতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপে বৈচিত্র্য। এখানে আপনি সব কিছুই পাবেন, পাহাড়, কাক চক্ষুর মত স্বচ্ছ লেকের পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স। সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং একই যায়গায় চট্রগ্রাম সেনানিবাস অবস্থিত বলে এখানে নিরাপত্তা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে হবেনা। বর্ষা কালে ভাটিয়ারী লেকের উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবে একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। আপনি চাইলে লেকে নৌকা চড়তে পারবেন এবং নির্দিষ্ট টাকা দিয়ে লেকের পানিতে ছিপ দিয়ে মাচ শিকার করতে পারবেন। মোট কথা শহরের খুব কাছেই আপনার সময়টি অসাধারণ কাটবে। এছাড়া এখান থেকে আপনি চলে যেতে পারবেন ভাটিয়ারী সান সেট পয়েন্টে। সেখানে সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধা রয়েছে।

সারি নদী, লালাখাল,সিলেট।

ভাটিয়ারি যাবার পথে।

পাখি তার নীড়ে ।




সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ।


বিছনাকান্দি,সিলেট ।


মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৮

আমি মাধবীলতা বলেছেন: দারুণ সব ছবি !! অামার পরিচিত কিছু জায়গা নতুন করে দেখতে পেলাম ...
ছবিব্লগে ভাললাগা আপু !!
+

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৭

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ।এলোমেলো পোস্ট! তেমন গুছাতে পারিনি।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! দারুন ছবি ব্লগ।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৬

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ। এতো এলোমেলো ভাবে প্রথম বার একটা পোস্ট দিলাম।আপনার বেস্ট কম্পলিমেন্ট এর জন্য উৎসাহিত হলাম।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১১

অন্তু নীল বলেছেন:

ছবিগুলো বেশ ভালো লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৮

অবনি মণি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

খোরশেদ আলম সৈকত বলেছেন: ছবি গুলোর প্রেমে পড়ে গেলাম

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

অবনি মণি বলেছেন: অহ তাই? ধন্যবাদ!!

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

কানিজ ফাতেমা বলেছেন: পাখি তার নীড়ে/ শিরোনামের ছবিটা কি ভীষন মায়াময়! কেবলমাত্র গোছালো পোস্টই সুন্দর হয়না । মাঝে মাঝে ব্যাতিক্রম ভালই লাগে ।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।অনুপ্রাণিত হলাম।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: ছবি-ব্লগ, ভালো লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

অবনি মণি বলেছেন: ধন্যবাদ!

৭| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলাগা রেখেগেলাম।

এক পলকে অনেক কিছু দেখলাম জানলাম।

প্রিয়তে...

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

অবনি মণি বলেছেন: ধন্যবাদ।আশা করছি এখন আরো দেখবেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, ভালোলাগা জানিয়ে গেলাম।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।অনুপ্রেরণা পেলাম।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

সোনার কেল্লা বলেছেন: মন ভরে গেল সব ছবি দেখে !!

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

অবনি মণি বলেছেন: অশেষ ধন্যবাদ।অনুপ্রেরণা পেলাম।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ছবি পোস্ট আর কথা :)

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ!!!

১১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আকাশের ছবিগুলো সুন্দর হয়েছে। অন্যগুলোও ভালো লাগছে।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৮

অবনি মণি বলেছেন: ধন্যবাদ। সখের তোলা। তাও মোবাইল দিয়ে।
আশা করছি আরো সুন্দর ছবি পোস্ট করবো।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

বিবেক ও সত্য বলেছেন: সব ছবিগুলোর বর্ননা থাকলে আরো বেশি ভাল লাগত

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫২

অবনি মণি বলেছেন: ধন্যবাদ পরামর্শ এর জন্য।প্রথম ছবি ব্লগ!! গুছিয়ে উঠতে পারিনি।সময় করে এডিট করে লিখে দেবো।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৬

কালীদাস বলেছেন: আমার দেশটা সুন্দর, মনে পড়ে গেল আবার। আপনার ছবি তোলার কনসেপ্ট খারাপ না, তবে ক্যামেরার কারণেই সম্ভবত বেশ কয়েকটা ছবি ভাল আসেনি। কয়েকটা ছবি মনে হয় অন্য সোর্স থেকে নেয়া, তাই না?
এনিওয়ে, ভাল পোস্ট।

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

অবনি মণি বলেছেন: সব গুলো ছবিই আমার নিজ হাতে তোলা। হুম ক্যামেরা ফ্যাক্ট।স্যামসং এস৩ দিয়ে তোলা সবগুলো।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১

অবনি মণি বলেছেন: ণি বলেছেন: হাহাহা!! সকাল সকাল এক চা।ভাষা হারিয়ে ফেলেছি।তবুও শুধুই ধন্যবাদ।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রকৃতির সাথে ঘুরে বেরানোর মজাই আলাদা ।
মজার পোষ্ট ।
ভাল লাগা অনেক ।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

অবনি মণি বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: এক পোষ্টে এতোগুলো না দিয়া আলাদা এলাকার জন্য আলাদা পোষ্ট দিতে পারতেন, আমি যেমনটি করি।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

অবনি মণি বলেছেন: ok.thanks.next tai korbo.laptop pmlm er karone english lttr likhte hocche bole sorry.

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল পোস্ট, তবে প্রতিটি ছবির পর একটি স্পেস (এন্টার কি চেপে স্পেস ছেড়ে দিয়ে পরের ছবি ইন্সার্ট করলে) দিলে ভাল হত, দেখতে ভাল লাগত। আর ছবিব্লগের ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সকল ছবি'র সাইজ এক রাখা, এতে পোস্টের সজ্জা সুন্দর হয়। পরামর্শটুকু একান্ত ব্যক্তিগত অভিমত, আশা করি পজেটিভলি দেখবেন।

ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইবে আপনার জন্য। হ্যাপী ব্লগিং। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৬

অবনি মণি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.