![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
কলম্বিয়াতে আমাদের খাইদাই ভালই হচ্ছে। ওরা মোটামুটি ভেতো। তবে, চা ওরা পান করে না। খালি কফি। এমনকী এভিয়াংকা ফ্লাইটেও ছিল না।
যে পপির জন্য কলম্বিয়া বিখ্যাত সেটির এখনো দেখা মিললো না, এই যা। খাবার বর্ণনা দিতে চাই না। ওদের রান্না ভালই তবে মাছ রাঁধতে জানে না আমাদের মত। তেলের ব্যবহার কম। স্বাস্থ্য সম্মত। পোস্ট শেষ। ছবি দেখুন
২| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯
নীল-দর্পণ বলেছেন: ভালইত লাগছে সিরিজটা
৩| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগছে।
৪| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
কালোপরী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: ++