নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

সবার ওপরে পরীক্ষা সত্য তাহার ওপরে নাই!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

আগের পর্ব



আমাদের শিক্ষা কর্তাদের সমস্ত চিন্তাভাবনা হল পরীক্ষাকে কেন্দ্র করে। ওনাদের কাজকর্ম দেখলে মনে হয় পরীক্ষাই জীবনের একমাত্র সত্য। গতকাল প্রথম আলোতে প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে একটা লেখা লিখেছি। আমি এই নিয়ে লিখেই যাবো। কেও শুনুক বা না শুনুক।

পোস্ট শেষ

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: কবি বিবেকানন্দ লিখে ছিলেন ,
ছাত্র জীবন সুখের জীবন যদি পরিক্ষা না থাকত ।।

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

রাফসান আরিফ বলেছেন: "আমি এই নিয়ে লিখেই যাবো। কেও শুনুক বা না শুনুক।".....এই অবস্থানের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: "আমি এই নিয়ে লিখেই যাবো। কেও শুনুক বা না শুনুক।".....এই অবস্থানের জন্য অসংখ্য ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

মুনির হাসান বলেছেন: ধন্যবাদ।

যদি তোর ডাক শুনে ...

তবে, আমি একলা নই, এটা জেনে ভাল লাগে

৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২০

আমিনুর রহমান বলেছেন:




একটা ১০/১১ বছরের বাচ্চাকে ২.৩০ ঘন্টা পরীক্ষার হলে বসিয়ে পরীক্ষা নেয়াটাও তো বাচ্চাটাকে মানসিক টর্চার করা :| :| :|

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

মুনির হাসান বলেছেন: তাও আবার অন্য স্কুলে!!!

আমাদের শিক্ষা কর্তাদের কে বোঝাবে?

৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

প্রিন্স হেক্টর বলেছেন: আই হেট এক্সাম :| :|

৬| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

দিনান্তে বলেছেন: আপনার লেখার বিষয়বস্তুর প্রতি সমর্থন জানাতে লগইন করলাম।
খুবই গুরুত্বপূর্ন বিষয়। অনেক অভিভাবকই এ নিয়ে অভিযোগ করেন, কিন্তু এ নিয়ে মানুষের আগ্রহের অভাবটা লক্ষনীয়। সবাই বোধহয় রাজনীতি নিয়েই বেশি চিন্তিত।

আমার মতে পিএসসি এবং জেএসসি বাতিল করা প্রয়োজন।

আপনার লেখনি বন্ধ করবেন না। আমরা আছি আপনার সাথে।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

মুনির হাসান বলেছেন: ধন্যবাদ।
আমার কাজ আমি করে যাবো। একজন লইয়ার পেলে হাইকোর্টেও যেতাম!

৭| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

৮| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

আমিনুর রহমান বলেছেন:




আমাদের নীতি নির্ধারকদের আগে শিক্ষিত করা প্রয়োজন :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.