নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

চাকরি খুঁজব না, চাকরি দেব : উদ্যোক্তা হাট

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০০



ইউটিউবে শ্রেয়ার গান আর কীবোর্ডে উদ্যোক্তা হাটের গল্প। গতকাল ৩ অক্টোবর বিকেলে বেসিসে ছিল উদ্যোক্তা হাটের প্রেস কনফারেন্স। ভাল হয়েছে। শেষ মূহুর্তে বিডিভেঞ্চারের শওকত ভাইও এসে যোগ দেন।

উদ্যোক্তা হাট একটি নতুন জিনিষ, তবে আইডিয়া অনেক পুরাতন। সম্প্রতি আমি জানতে পেরেছি বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে সবচেয়ে বেশি অবদান আমাদের গ্রামীণ হাটবাজারের। এই হাটগুলো প্রতিবছর দেশে প্রায় ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করে। যুগ যুগ ধরে তারা সেটি করে আসছে।

মে মাসে চট্টগ্রামে হয়ে যাওয়া উদ্যোক্তা উৎসবের পর সেটা থেকে ছোট আয়োজনের জন্য আমি একটা নামের কথা ভাবছিলাম যেটা কীনা কেবল মেলা নয়। এবং আমার মনে হয়েছে হাট হলেই সবচেয়ে ভাল হয়। এতে ঐতিহ্যের প্রতি সম্মান যেমন দেখানো যাবে তেমনি হাটের ব্যাপারটাও ধরা যাবে।

উদ্যোক্তা হাট আসলে চাকরি খুঁজব না, চাকরি দেব গ্রুপের নতুন উদ্যোগ। পরীক্ষামূলকও। ছোট আকারে একটি প্ল্যাটফর্ম যেখানে কয়েকজন উদ্যোক্তা একত্রিত হয়ে তাদের পণ্য বা সেবার পসরা সাজিয়ে বসতে পারবে। সেগুলো তারা বিক্রিও করবে। তবে, বিক্রিটাই একমাত্র উদ্দেশ্য নয় যেমনটি নয় আমাদের গ্রামীণ হাটে। ক্রেতা বিক্রেতা সেখানে শুধু সদাই করতে যান না। যান খবরের জন্য, কুশলাদি জানা ও জানানোর জন্য, নিজেদের নেটওয়ার্ক বড় করার জন্য। তেমনি উদ্যোক্তা হাটের উদ্যোক্তা এবং দর্শকরাও সেখানে কেবল বেচা-বিক্রির জন্যই যাবেন না। বরং যাবেন খোঁজ খবর নিতে, উৎসাহ দিতে। কেও হয়তো নতুন অনুপ্রেরণা পাবেন, কেও দেবেন। নেটওয়ার্কিং হবে ভেঞ্চার কোম্পানি বা আইপি টেলিফোনির সঙ্গে। ই-কমার্সের উদ্যোক্তারা হয়তো খুঁজে পাবে তাদের কাঙ্খিত কুরিয়ার কোম্পানি।



শওকত ভাই বইমেলার কথা তুললেন প্রেস কনফারেন্সে। তিনি বিশ্বাস করেন একদিন বইমেলার মত উদ্যোক্তা হাটও বিকশিত হবে। ই-কমার্স, ইন্টারনেটের সঙ্গে এই হাটে মিলন হবে মুড়ি-মুড়কির আর সালোয়ার কামিজের, জুয়েলারির সঙ্গে আসবাবের সর্বোপরি অনুপ্রেরণার সঙ্গে উৎসাহের, ভালবাসার সঙ্গে দায়িত্বের এবং চাকরি না খুঁজে চাকরি দেওয়ার!



উদ্যোক্তা হাটের জয় হোক।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

ফখরুল আমান ফয়সাল বলেছেন: উদ্যোক্তা হাটের জয় হোক।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

অবসর.কম বলেছেন: সবার মিলিত চেষ্টায় উদ্দ্যোক্তা হাট সফল হবে নিশ্চয়। সবাইকে আমাদের ১২ নম্বর স্টলে আমন্ত্রণ রইল।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

নিঝুম দ্বীপ বলেছেন: পার্পল আইটি লিমিটেডের ১২ নম্বর এস্টলে সবাইকে আমন্ত্রণ ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

বশর সিদ্দিকী বলেছেন: চমৎকার উদ্যেগ। চেস্টা করছি একটা ব্যবসা দার করানো জন্য। রাজনৈতিক পরিস্থিতির জন্য পারছিনা। তার পরও মনে হচ্ছে আমি পারব।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার :)
সফল হোক!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার :)
সফল হোক!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

এম মশিউর বলেছেন: এই হাটে কি উদ্যোক্তা তৈরি করা হবে নাকি উদ্যোক্তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে?


উদ্যোক্তা হাটের জয় হোক।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ উদ্যোগ !!

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

হৃদয় রিয়াজ বলেছেন: নাইস থিংকিং। ভাল লাগল বেশ। সবখানে ছড়িয়ে পড়ুক উদ্যোক্তা হাট। শুভ কামনা।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

কুন্তল_এ বলেছেন: উদ্যোক্তা হাটের জয় হোক। :)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার উদ্যোগ +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.