![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
আমাদের তরুন উদ্যোক্তারা নানান বিষয় নিয়ে কাজ করেন। কেউ গেম বানান, কেউ হয়তোবা তৈরি করেন জুমলা বা ওয়ার্ডপ্রেসের প্লাগ-ইন। অন্যদিকে কেউ হয়তো নতুন সার্ভিস দেন। যেমন নিজের ছবিওয়ালা মগ বা গ্লাসের ব্যবস্থা করে দেন অনেকে।
ওরা অবশ্য কারো কাছে কিছু চায় না। নিজেদের মত করে, শত বাধাবিপত্তি ঠেলে এগিয়ে যায়।
আমি খালি ভাবি, আহা ওদের যদি কমদামে উচ্চগতির ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারতাম, যদি কোন ব্যাংক এগিয়ে আসতো ওদেরকে কিছু টাকা হাওলাত দিতে। কেন্দ্রীয় ব্যাংক যদি ভেঞ্চার ক্যাপিটালের সুযোগ দিত?
শনিবার গেছিলাম সেরকম একটা প্রতিষ্ঠানের উদ্বোধনীতে। তারেক আর নিজামের ওয়েডেভস। সেরকম আরো কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে আজ একটা ব্লগ লিখেছি, আমার ব্লগে, কাজের জিনিস বানায় যারা ।
আগ্রহীদের আমন্ত্রণ
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
মুনির হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
মদন বলেছেন: এদের জন্য শুভ কামনা