![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
আইবিএম এক লাখ ডলারের বিনিময়ে কাজটা দেয় তিন তরুণের একটি প্রতিষ্ঠানকে। তিন তরুণের দলটি সর্বশেষ যেদিন তাদের অপারেটিং সিস্টেমের নমুনা আইবিএমকে দেখায় সেদিনই আইবিএম তাদের কার্যাদেশ দেবে বলে ঠিক করে। তিন তরুণের মধ্যে সবচেয়ে হালকা-পাতলা গড়নের চশমা পরা তরুণটি জানাল, কন্ট্রাকে তার একটা ছোট পরিবর্তন দরকার। তাদের এক লাখ ডলারের দরকার নেই, প্রতিটি কম্পিউটারে মাত্র এক ডলার দিলেই চলবে!
এক লাখ ডলারের পরিবর্তে মাত্র এক ডলারের দাবিদার এই তরুণটির নাম উইলিয়াম গেটস, বিল গেটস নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের বিল গেটস কেমন করে জানতেন যে মাত্র এক ডলার পেলেই তিনি বছরে মিলিয়ন ডলার কামাতে পারবেন? গেটস কী ভবিষ্যত্ দেখতে পান?
বিল গেটসের কোম্পানি প্রথম বছরেই মিলিয়ন ডলার কামিয়েছিল। কিন্তু কথা হচ্ছে বিল কেন সেটা অনুমান করতে পেরেছিলেন? কিসের শক্তিতে মানুষ ভবিষ্যৎ দেখতে পায়?
জবাবটা আমি খোঁজার চেষ্টা করেছি আমার ব্লগে । মনে হয় সামান্য অংশের উত্তর বের করতে পেরেছ।
সবার জীবন পাই-এর মত সুন্দর হোক।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: জিনিস পতের দাম বাড়ে কিন্তু পাই এর মান বাড়েও না কমেও না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
বেকার সব ০০৭ বলেছেন: আমার দেখা শেরা ১০ জনের মধ্যে বিল গেটস ১ জন, তাকে সব সময়আমি স্যালুট করি