![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
এ যেন আমাদের দেশেরই উদ্যোক্তাদের গল্প। চাকরি ছেড়ে দিয়ে পথে নেমে তাদের পথ চেনা শুরু। প্রাথমিক ধাক্কা সামলে নিয়েই শুরু হয়েছে বড় হওয়ার যুদ্ধ। আর সিদ্ধান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত। প্রতিদিন প্রতিমূহুর্তে সিদ্ধান্ত নিতে হয়।
নিজে বানাবো না অন্যকে দিয়ে করিয়ে নেব? কোন সুযোগ গুলোর পেছনে, কোন মাত্রায় তুমি ছুটবে? এবং দৌড়ানোর টাকা যোগাড় হয়েছে তো?
...
...
যখনই নতুন কোন বাজারে তোমার ভিত্তি শক্ত হবে তখনই তোমার টাকা লাগবে, বাড়ার জন্য। গ্রোথ সবসময় ব্যয়বহুল। বিক্রি সহজে নাও হতে পারে, নানান সময় ভুল হবে। এমন সব হিডেন কস্ট বের হবে যা ধারণাতেও ছিল না। এগুলো খুবই স্বাভাবিক এবং ঘটবেই। কাজেই, তোমার কাছে যথেস্ট টাকা থাকতে হবে যাতে তুমি এইসব বিষয় সামাল দিতে পারো।
তিন শরবত বিক্রেতার নিজেদের জীবনের গল্পের চতুর্থ পর্ব
ইনোসেন্টের শরবত-৪ : বড় হওয়ার যন্ত্রণা
©somewhere in net ltd.