![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
তিন শরবতওয়ালার ইনোসন্টের গল্পের মোট ৯টি পর্বের লিংক একসঙ্গে এখানে পাওয়া যাবে । যারা একত্রে পড়ে নিতে চান তারা এখান থেকে পড়ে নিতে পারবেন।
আমি ভেবেছি এটিকে একটি বই আকারেও প্রকাশ করবো। তখন আরো কিছু বিষয় যোগ করবো। যেমন ওরা প্রতিটি অধ্যায় শেষে একটা সামারি করেছে। আমি সবকটাতে সেটা রাখিনি।
আবার কোন কোন পর্ব একটু ছোট করেছি ব্লগের কারনে। সেগুলোকে আবার দেখবো যে বাড়ানো লাগবে কি না।
এই বইটা পড়ার পর আমার মনে হয়েছে নতুন উদ্যোগের একটা ইশতেহার লেখা দরকার - স্টার্টআপ মেনিফেস্টো। তবে সেটা করবো গণিতের কোর্সটা শুরু করে তারপর।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ৩:০৩
নিশাত শাহরিয়ার বলেছেন: অপেক্ষায় থাকলাম