![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
ফো্রুয়ারি মাসের ১৭ তারিখ থেকে বন্ধ ছিল আমাদের এই প্রিয় সাইট।
২০১৫ সালে আমি আমার সাইটে লিখতে শুরু করার পর থেকে এখানে লেখার সময় পেতাম না। কিন্তু মাঝে মধ্যে ঢু মারতাম। আর তথাকথিত পর্ণগ্রাফি আর জুয়ার সাইট বলে বাংলা ব্লগের প্রথম সাইটটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এটাও শুনেছি যখন জানা একদিন আমাকে জানিয়েছে।
পরে জেনেছি এটি বন্ধ করে দেওয়া হয়েছিল নানা কারণে। এবং কারণগুলো অদ্ভূত! কেবল এই দেশে সম্ভব।
২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলা ভাষার সর্বপ্রথম এই ব্লগের প্রতি এরূপ মিথ্যা, বানোয়াট অভিযোগ সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য।
বাংলাদেশে আসলেই সবকিছু সম্ভব !!
৩| ১৭ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা ভাই, এটা শুধু বাংলাদেশেই সম্ভব।
খুবই পরিতাপের বিষয় হচ্ছে, সঠিক জ্ঞানিরাও এসকল রাষ্ট্রীয় শয়তানদের কারণে আজকের বাঙলায় কিছু বলতে পারেন না।
ইনশাআল্লাহ অতি দ্রুত ব্লগ মুক্তি পাবে।
৪| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪৭
রাজীব নুর বলেছেন: আশা করি অচিরেই সামু অবমুক্ত হবে। আমি সেই অপেক্ষায় আছি।
৫| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল থেকে আমি নরমালি ব্রাউজ করতে পারছি বটে! সবাই মনে হয় পারছে না।
এ অচলাবস্থার অবসান হোক শীগ্রই
৬| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১২
নয়ন বিন বাহার বলেছেন: আমরা জ্ঞানের সুস্থ্য ধারায় ফিরতে চাই.......
৭| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ ।
৮| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫০
জানা বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের জন্ম, ভূমিকা এবং গুরুত্ব নিয়ে আমার নিজের নতুন করে কিছু বলার নেই; বলার কিছু নেই এর পেছনের মানুষগুলোর নিঃস্বার্থ ভালবাসা আর আত্ননিয়োগ সম্পর্কেও। শুধু বলে রাখি, সততার মৃত্যু নেই এবং সভ্যতার গতি অপ্রতিরোধ্য- এই সত্যকে অস্বীকার করে ঠুনকো ক্ষমতা ক্ষনিকের 'বাহুবল' মাত্র। এই প্রবণতার স্থান নিশ্চিতভাবেই ইতিহাসের আস্তাকূড়ে। ইতিহাস সঙ্গত কারণেই অনেকসময়ই বড় নির্মম- মনে রাখা দরকার।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৫
আরোগ্য বলেছেন: সচল হোন। প্রিয় সাইটটির দুঃসময়ে আসুন সবাই একতাবদ্ধ হই।