![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৪।৩০ মিনিটে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্ঝে আমার বৈজ্ঞানিক কল্প কাহিনী ময়ালের মোড়ক উন্মোচন করবেন প্রিয় জাফর ইকবাল স্যার।
বই-এর পেছনে যা লেখা আছে -
সেন্টমার্টিনের দক্ষিণে, ছেড়া দ্বীপেরও পরে, মাঝে মধ্যে একটা নতুন দ্বীপের কথা শোনা যায়। কিন্তু, নৌবাহিনীর জাহাজ তন্ন তন্ন করে সেটার খোঁজ পায় না।
দক্ষিণ তালপট্টির কাছে, ডলফিন সাম্রাজ্যে মাঝে মধ্যে উদয় হচ্ছে "হাঙ্গর"।
সোহরাওয়ার্দী উদ্যোনে মারা গেছে তিনজন ভবঘুরে।
জাপান, অস্ট্রেলিয়া, পঞ্চগড় থেকে হারিয়ে গেছেন তিনজন বিজ্ঞানী।
এসব কিসের আলামত?
কারও কারও ধারণা বেশ কয়েকবছর আগে সীতাকুন্ডে নিয়ে আসা সাবমেরিন ইউএসএনএস এন্টারপ্রাইজ আসলে কাটাই হয়নি। দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেটি সাগর তলে।
এসবের সঙ্গে কিসের সম্পর্ক কে চৌধুরীর যমজ মেয়ে এন-স্কোয়ারের?
কমান্ডার আহাদ খানই বা কেন শান্তি মিশন থেকে ফিরে চমকে দিতে চান জাহিরাকে?
সোহানার ভাইজি সাংবাদিক জাহিরা কী পারবে এই রহস্যের কিনারা করতে?
প্রশ্ন তো অনেক।
উত্তর এক - ময়াল।
সবার আমন্ত্রণ
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪
এমজেডএফ বলেছেন:
শুভকামনা রইলো।
তালিকায় রাখলাম সংগ্রহ করবো।
ময়াল শব্দের অর্থ তো জানি না! একটু অভিধান দেখি।
ময়াল [ময়াল্] (বিশেষ্য) একপ্রকার বৃহদাকার সাপ; অজগর; python (ময়াল সাপের হুড়কা ঠেলে নাগবালারা আসে। –সত্যেন্দ্রনাথ দত্ত)।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার ১ম বই?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
মুনির হাসান বলেছেন: প্রথম সায়েন্স ফিকশন।
বই মনে হয় গোটা পনের হয়েছে
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করার ইচ্ছা আছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬
নেওয়াজ আলি বলেছেন: