নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই সমস্যার পারি সমালোচনা করতে কিন্তু এর কোন সমাধানের পথ দেখাই না। রাজনীতি নিয়ে অনেক কেই সমালোচনা করতে দেখি কিন্তু কেউ এর ভালো দিক গুলো আলোচনা করি না । আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ব্যক্তির সাথে চলাফেরা করেছি, তুলনামূলকভাবে রাজনৈতিক ব্যক্তিকেই ভালো মনে হয়েছে। যদিও রাজনীতিতে খারাপ কিছু দিক আছে আর এর কারন হচ্ছে ভাল লোক গুলির রাজনীতি থেকে দুরে থাকা। রাজনীতিকে খারাপ বলে দুরে ঠেলে দিলে আপনার মত ভাল মানুষের জায়গায় খারাপ মানুষ দখল করে খারাপ কাজ করার সুযোগ পায়। রাজনীতি হচ্ছে রাজার নীতি বা নীতির রাজা। তাই ভালো জিনিসটাকে ভালো কাজে ব্যবহারের সুযোগ বেশি।আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা সচেতনতার সাথে রাজনীতিতে অংশগ্রহন করলে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব সেই সাথে দেশের উন্নয়ন হবেই। আমি মনে করি সবকিছুতে সাইন ওয়েভ কাজ করে। সব কিছুর ই উত্থান-পতন আছে। ষাট ও সত্তর দশকে তথা বঙ্গবন্ধুর আমল ছিল আমাদের দেশের রাজনীতির স্বর্ণ যুগ ,যার ফলাফল হিসাবে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে জিয়ার সরকার রাজনীতিতে পেশি শক্তি, অবৈধ অর্থ ও সেনা সংযোগ দ্বারা রাজনীতিকে কলুষিত করে। এর ধারাবাহিকতায় সৈরাচর এরশাদ কলুষিত রাজনীতিতে পৃষ্ঠপোষকতা দিয়ে রাজনীকে নোংরা করে ছিল। যা ছিলো রাজনীতির অন্ধকার যুগ। বর্তমানে রাজনীতির সংকট দূর হয়ে ভালোর দিকে আগাচ্ছে। আর আপনারা সবাই যদি রাজনীতিতে এগিয়ে আসলে রাজনীতির মান আরও উন্নত হবে। তবে রাজনীতির গুনগত মান পরিবর্তন করা দরকার তার জন্য প্রয়োজন নেতৃত্ব নির্বাচনে সঠিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত। এর জন্য প্রয়োজন আপনাদের মতো রাজনৈতিক সচেতন নাগরিক।
©somewhere in net ltd.