নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

গড্ডালিকা প্রবাহ থেকে দেশকে বাচাঁতে এক জন মেষ পালক দরকার?

০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আমরা ছোট বেলায় শিখেছি গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়। কিন্তু এখন দেখছি সকলে বুঝে না বুঝে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে। এখন দেখা যাক গড্ডালিকা প্রবাহ কি? গড্ডালিকা প্রবাহ মানে স্রোতে গা ভাসিয়ে চলা বা হুজুগে চলা। গড্ডালিকা মানে ভেড়া/মেষ।একপাল ভেড়া যখন চলা ফেরা করে তখন একটা ভেড়া কোন একদিকে চললে সকল ভেড়া সে দিকে চলে যায় ,ভালমন্দ বিবেচনা করে না।তাই ভালমন্দ বিবেচনা না করে অন্ধঅনুকরন/অনুসরন করে হুজুগে যদি কোন কাজ করা হয় ,তবে তাকে গড্ডালিকা প্রবাহ বলা হয় । এই অনিয়ন্ত্রিত ভেড়াগেলোকে নিয়ন্ত্রন করে সঠিক পথে চালানোর জন্য একজন মেষ পালক দরকার। আমরা হুজুগে মাতাল বাঙ্গালী হিসেবে পরিচিত। আমাদের ভালমন্দ বিচার করার ক্ষমতা আছে কি না জানি না তবে ইচ্ছা নাই এটা নিশ্চিত। আমরা মাসুষ হয়েও ভেড়ার মত আচরন করি। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা এরকম একটা উদাহরন তৈরি করে আমরা আমাদের হুজুগকে প্রমান করেছি। আজমত উল্লাহ একজন শিক্ষিত, জ্ঞানী, সমাজসেবক, দেশপ্রেমিক রাজনীতিবীদ যিনি ১৭ বছর ধরে পৌরসভা চালাচ্ছেন তাকে ভোট না দিয়ে গাজীপুরবাসী গড্ডালিকা প্রবাহে র উত্তম উদাহরন তৈরি করেছে। তাইতো বলা যায় দেশ চালানোর জন্য উত্তম রাজনীতিবীদদের চেয়ে একজন ভাল মেষপালক দরকার কারন দেশের ভেড়া কে সঠিক পথ দেখানো দরকার।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

নামগোত্রহীন বলেছেন: ভালো প্রার্থীর যখন খাওয়া নেই, তখন আমাদের জন্য প্রয়োজন জয়নাল হাজারী, শামীম ওসমান, হাজী সেলিম, কক্সবাজারের বদি। তারা হারলে অন্তত কষ্ট লাগবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.