নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

৫০ বছর পরেও আজ স্বাধীনতাকে খুঁজছি

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০১



কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি


স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?

স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?

স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?

স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার?

স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?

স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?


কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?

স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

স্বাধীনতা কি হোটেলে-হোটেলে গ্রান্ড ফ্যাশন শো?

স্বাধীনতা কি দুখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র?

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?

স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ বালা?

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণ দণ্ড?

স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ?

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?

স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?

স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?

স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার

আজও তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার?

আজও তব কি লাখ শহীদের রক্ত যাবে বৃথা?

আজও তব কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

সূত্রঃ হায়দার হোসেনের গান থেকে সংকলিত

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



স্বাধনীতার সাথে আপনার কি সম্পর্ক, কেন খুঁজছেন?

২| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৩

মিরোরডডল বলেছেন:



এই গানটা লেখার পেছনের কথা । খুবই প্রিয় একটা গান ।
প্রিয় বাপ্পা আর পার্থের সাথে হায়দারের গান ।
থ্যাংকস রবিন ।





৩| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা খুঁজছে তারা খুঁজতেই থাকবে,পাবেনা কোন দিন।

৪| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৭

কলাবাগান১ বলেছেন: উর্দু ভাষায় খুজতে থাকেন... পেয়ে যাবেন

৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: খুঁজতে থাকুন। একদিন পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.