![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপহার পেতে সকলেরই ভালো লাগে। তবে আমি এ দিক থেকে অভাগা । আল্লাহ তাওয়ালা আমাকে উপহার দেয়া ও নেয়ার অধিকার থেকে বঞ্চিত রেখেছেন। আমি কাউকে উপহার দেয়ার সুযোগ পাই না আবার কেউ আমাকে উপহার দেয়ার প্রয়োজন মনে করে না। সেই দিক থেকে আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং সহ ব্লগার সত্যপথিক শাইয়ান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র রমজান মাসে ঈদের আগ মূহুর্তে আমাকে একট টি-শার্ট উপহার দেয়ার জন্য। শাইয়ান ভাইয়ের এই উদ্যোগ সত্যিই ব্লগারদের উৎসাহিত করবে।
তবে আমার জীবনে পাওয়া আর একটা উপহার এর কথা স্মরণ করা যায়। আমার এক বন্ধু মোবাইল ফোনে যার সাথে পরিচয় গত বিশ বছরে দেখা হয়েছে দুই বার। ডাক যোগে আমাকে পাঠিয়েছিল কিছু শিউলি/শেফালী ফুল সাথে বাপ্পা মজুমদারের দিন বাড়ি যায় গানের সিডি। উক্ত উপহার পেয়ে খুব খুশি হয়েছিলাম কিন্ত ভাষায় প্রকাশ করতে পারি নাই। আজও আমি অত্যন্ত খুশি ব্লগার হিসেবে প্রাপ্তির জন্য। আবারও ধন্যবাদ শাইয়ান ভাইকে।
১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩
রবিন.হুড বলেছেন: ভোগে সুখ নেই, ত্যাগেই সুখ। তাই আমার উপহার পাওয়ার চেয়ে দিতে বেশি ভালো লাগে।
২| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আমাকেও দিয়েছেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: উপহার পেতে ও দিতে দুটোই ভাল লাগে।