নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই লিখতে পারে না! যারা লিখে তারাও সবাই তা সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেনা।যদি ব্যাখ্যাই করতে না পারি তাহলে লিখে কি লাভ?নিজে যতটুকু বুঝি বা ব্যাখ্যা করতে পারবো বলে মনে করি তাই লিখি!!!!!

কাঠ পেন্সিঁল

সখ হিসেবে লেখালেখি!!!

কাঠ পেন্সিঁল › বিস্তারিত পোস্টঃ

“জোৎস্নার আলোয় ভিজবো দুজন”

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪১

আমি বসে রইলাম আর অর্থি ঘুমাচ্ছে। না ওকে আমি পাহারা দিচ্ছি না , ওর মায়াবী মুখটা দেখছি। কি পবিত্র একটা মুখ। আমি কিন্তু অন্য কোন মেয়েকে দেখছিনা দেখছি নিজের বিয়ে করা বউকে। ঘুমন্ত অবস্থায় ওকে আরও বেশিই সুন্দর লাগছে। ইচ্ছে করছে এই পাগলিটার প্রেমে পড়ি আবার নতুন করে। হঠাৎ অর্থির গলায় শুনা গেল,
-- তুমি ঘুমোও নি?
--না!
--আচ্ছা আমার ঠান্ডা লাগছে ফ্যানটা বন্ধ করে দিবে প্লিজ।
--দিচ্ছি! তুমি ঘুমোও ।
আমি উঠে ফ্যানটা বন্ধ করে আবার ওর পাশে বসলাম এবং মায়াবী মুখখানা আবার দেখতে লাগলাম। কি শান্ত ভাবে ঘুমোচ্ছে মেয়েটা একদম পাগলি। আমাকে যে বড্ড ভালোবাসে পাগলিটা। এসব ভাবতে লাগলাম,আবার অর্থির কন্ঠ,
--শুনছো?
--হুম বলো
--বালিশটা না খুবই শক্ত! আমার খুব কষ্ট হচ্ছে এটায় ঘুমোতে।
--আচ্ছা বালিশটা পাল্টে দেই।
--না পাল্টানোর দরকার নেই। তুমি বরং বালিশটিই নিয়ে যাও। আমার বালিশ লাগবে না।
--তাইলে ঘুমাবে কিভাবে?
--কেন! তোমার কোলে মাথা রেখে। দিবে না?
--পাগলি একটা
--তোমার পাগলি।
বলেই একটু মিষ্টি হাসিঁ দিল অর্থি।
আমি ওকে আমার কোলে মাথা রেখে ঘুমাতে বললাম। ও কেমন লক্ষি মেয়ের মতো ঠিক তাই করলো। মনে হচ্ছে ৪-৫ বছরের বাচ্চা।
কিছুক্ষন পর অর্থি আবার বললো,
--অনিক ঘুমোবে না তুমি?
--ঘুম আসছে না, তুমি ঘুমাও লক্ষিটি।
--চলো না ছাঁদে যাই তাহলে?
--এত্ত রাতে?
--হুম! প্লিজ
--না এখন না।
--চলো না প্লিজ ।
--কয়টা বাজে দেখছো।
--জানিনা
--এখন রাত দুটা বাজে।
--চলো প্লিজ।
--কেন যাবে শুনি আগে?
--দেখনা চাঁদটা আজ দিব্বি আলো দিচ্ছে,চারদিক জোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে। আজকে আমরা সারারাত জোৎস্নার আলোয় ভিজবো আর আকাশের তারা গুনবো।
--ঠিক আছে চলো।
পাগলিটার কোন আবদার ফেলতে পারিনা আমি। ওর ছোট ছোট আবদার সবসময় পূরন করার চেষ্ঠা করি । কারন ওকে সবসময় হাসিঁখুশি দেখতে চাই আমি। তাই ওকে নিয়ে ছাদে চলে গেলাম ।
ছাদে গিয়েই পাগলিটা বাচ্চাদের মতো লাফাতে লাগলো। ওকে এখন একদমই বাচ্চা বাচ্চা লাগছে । মনে হচ্ছে এ যে আমার বাচ্চা বউ। ওকে এই চাঁদের আলোয় আরও মায়াবী লাগছে। নতুন করে আবারও ওর প্রেমে পড়লাম। দুজনে সারারাত আকাশের তারা গুনলাম আর জোৎস্নার আলোয় ভিজলাম।
......................................................................................
ভালোবাসার মানুষের পাশে সারাজীবন থাকতে পারাটা এক রকমের সৌভাগ্য। ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট রাগ,অভিমান,আবদার এর ভিতরেই ভালোবাসা লুকায়িত থাকে । ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট ইচ্ছে পূরন করে তাকে খুশি দেখাটাই সবথেকে বড় পাওনা।
......................................................................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.