![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--এই!
--হুম!
--শুনো না! খুব জোরে বৃষ্টি হচ্ছে। চলো না ভিজি ।
--না! তোমার ঠান্ডা লাগবে।
--না লাগবে না! চলো না প্লিজ প্লিজ প্লিজ।
--না ঠান্ডা লেগে আবার জ্বর আসবে তোমার।
--না লাগবে না। যাও লাগবে না..বৃষ্টিতে ভিজবো না আমি।
অতঃপর বালিকা কিছুক্ষন অভিমান আর গম্ভির হয়ে মুখ বাকিয়ে বসে আছে নিরবে। বুঝলাম পাগলিটার মন খারাপ হয়েছে। আর এটাও জানি বৃষ্টি ওর খুব পছন্দ। বৃষ্টি হলে ও না ভেজা পর্যন্ত ওর মন ভালো হয়না। তাই কি আর করার।
--পাগলির মন খারাপ হয়েছে বুঝি?
--যাও কথা বলবেনা!এত্তগুলান আড়ি তোমার সাথে।
--ওরে বাবা!
--যাও তো!
--চলো!
--কোথায়?
--কেন বৃষ্টিতে আমরা দুজন হারিয়ে যাব অজানা এক রুপকথার রাজ্যে।
--সত্যি যাবে?
--হুম চলো!
--লাভ ইউ পাগল
অতঃপর এক লাফে উঠে বসে আমার গালে অলতো করে এক চুমু একে দিলো। আমিও ওর কপালে একে দিলাম।
বৃষ্টিতে ভিজতেছে পাগলিটা। আর আমিও বৃষ্টির ভিতর ধারিয়ে ওর পাগলামো দেখছি। কিরকম পিচ্চিদের মত করে লাফাচ্ছে আর মাঝে মাঝে পানি ছুড়ছে আমার দিকে। ঠিক বাচ্চা বাচ্চা লাগছে। কেউ বলবেই না যে ও এত্ত বড় হয়েছে। প্রিয় কিছু কাছে পাওয়ার মজাই আলাদা।
এ যেন এক অন্যরকম অনুভূতি। কিছু পাওয়ার অনুভূতি। অনেকগুলান খুশি হবার অনুভূতি। ভালোবাসি পাগলি তোমায় অনেক ভালোবাসি।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেষমেস একটা পাগলি জোগাড় করা গেল, তাও ভালো।