![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Some are easy, some difficult.Just the change of view.
প্রতীনিয়োতই উপলব্ধি করছি একটা অন্ধ রজনীর।যে রজনী অসীম,যেখানে আত্মারা বাস করে।হয়ত আজ এখন নয়ত কাল বহুকাল পরে।একদিন না একদিন ঠিকই সে রজনী আসবে।আমি ঘুমিয়ে যাবো সে রজনীর তীরে,অনন্তকাল ধরে।এই পৃথিবীতে জেগে থাকা মানুষ গুলো কি তখন আমায় স্মরন করবে ! হয়ত হ্যা আবার না।জন্ম জন্মান্তরে এভাবে চলছে চলবে।আমার অসোহায়ত্ত আমায় চিরে খাবে সেদিন,এটাও যেমন ঠিক তেমন আমি সবই তা জানি কিন্তু মানি আংশিক।শুনেছি মৃতের আর্তনাদ নাকি ভয়ংকর প্রকম্পিতো।
©somewhere in net ltd.