![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Some are easy, some difficult.Just the change of view.
প্রতিদিন ভোর হয় ফযরের আযানের মিষ্টি আহ্বানে,ক্ষনিক পরে প্রথম প্রহরের পাখিদের ডাক।জানিয়ে যায় নিত্যদিনের শুভ আগমন।মসজিদ পানে ছুটিয়া যায় আল্লাহর প্রেমে আকুল হওয়া মুমিন গন।অাবছা আধার না কাটিতেই পূব আকাশে ভাসিয়া ওঠে অগ্নিমাখা সূর্যখানি।শিশির ভেযা উদ্ভিদ গুলি হাড়াতে থাকে তাদের সজীবতা।শুরু হয় নিত্য দিনের কর্ম ব্যাস্ততা।এভাবে চলত থাকে ব্যাস্ত সময়।মাথার ঠিক উপরে যখন সূর্য- ঘর্মাক্ত মানুষের দল ছুটিয়া আসে স্ব ছায়া নীড়ে।হেলতে থাকা সূর্যটা পশ্চিমাকাশে ছুটতে থাকে আপন গতীতে।একসময় রক্তিম আভা ছড়িয়ে হাড়িয়ে যায় অন্য আকাশে।চারধারে নেমে আসে নিরাবতা ।অন্ধকার আকাশে জোনাকিরা নিত্য করিয়া বেড়ায়।এভাবেই চলতে থাকে প্রতিদিন প্রতিরাত প্রতিটা সময়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
লুসিফার ০১ বলেছেন: জীবন নিরবিচ্ছিন্ন ধারায় সুন্দরভাবে চলছে !
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো বেশ।
শুভ কামনা রইলো