![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন। সূত্র: আমেরিকান অ্যাকাডেমি, অব অর্থোপেডিক সার্জনস।প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।
সূত্র: আমেরিকান অ্যাকাডেমি, অব অর্থোপেডিক সার্জনস।
(Shared)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
মুসাব্বির৬৬৬ বলেছেন: পনার ফটোতেও ওই মহিলার মতই। বুঝতে পারলাম যে কততুকু অনুসরণ করলেন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা কি নীচের ছবির মডেলকে অনুসরন করব নাকি ? :!> :!> :!> :#> :#> :#>
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মুসাব্বির৬৬৬ বলেছেন: লজ্জা পাইছেন বুঝি। :!> :!>
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
বিষণ্ণ বালক বলেছেন: ভাইজান, নিচে যে বিশাল মহিলার ছবি দিসেন, ওনার কলে বইসাইত কম্পুটার অপারেট করা যাইব।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
মুসাব্বির৬৬৬ বলেছেন: কি কোন মহিলার কোলে বসে মানে ! আপনে কি ওই মহিলার গোল গোল জিনিস টিপে নষ্ট করবেন নাকি ?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
উথালপাতাল বলেছেন:
আমার মনে হয় উনি নীলক্ষেতের ডাটা অপারেটর, কম্পিউটারের দিকে না তাকাইয়াই টাইপ করতে পারে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মুসাব্বির৬৬৬ বলেছেন: হাহাহাহাহা !!!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
আমি পিচ্চি পোলা বলেছেন: নাস্তিকদের ধর্ম গুরু আরজ আলী মাতুব্বর কে একটা কঠিন বাঁশ দেয়া হয়েছে এই লিংকে। না পড়লে নিশ্চিত মিস করবেন ভাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মুসাব্বির৬৬৬ বলেছেন: এইগুলা কি ?
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
সাদা রং- বলেছেন: নিচের এই কোন বসার ডিজাই দেখাইলেন, যদি বলতেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
মুসাব্বির৬৬৬ বলেছেন: কি বোলব ভাইজান।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
সিয়ন খান বলেছেন: বিষণ্ণ বালক বলেছেন: ভাইজান, নিচে যে বিশাল মহিলার ছবি দিসেন, ওনার কলে বইসাইত কম্পুটার অপারেট করা যাইব।
হা হা হি হি
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
তারছেড়া লিমন বলেছেন: উফখাড়ী ফুষ্ঠ.........
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
১১স্টার বলেছেন: নিচের ছবি টা আদর্শ বসা আমরা কি নেচের ছবিটাকে ফলো করবো?