![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালের মার্চ মাসে রিলিজ হওয়া নতুন গেম Tomb Raider(2013) এখন অফিসিয়ালি Tomb Raider নামে পরিবর্তন করা হয়েছে। এ গেমে পুনরায় নতুন করে করা হয়েছে এবং আগের গেম থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে আগের মত পোশাক এবং চেহারা আর দেখা যাবে না। এ গেমের মেজর স্টোরিলাইন গুলো সামান্য পরিবর্তনও করা হইছে। এ গেমে Violence যুক্ত করা হয়েছে, এজন্য এ গেম ১৭ বয়সী ঊর্ধ্বের জন্য রাখা হইছে।এটির ডেভেলপার Crystal Dynamics কিন্তু অরিজিনালি এ গেম ডেভেলপ করে Eidos Montreal এবং এটির পাবলিসার Square Enix।
গেমের শুরুতে প্রথমে Lara Croft একজন অনভিজ্ঞ Raider হিসেবে দেখা যায় এবং সে রোমাঞ্চের মধ্য দিয়ে বড় হতে শিখেছে। তার পরিস্থিতি অনৈচ্ছিকতায় নিহিত বলে সে আগের গেমের মত যে অনুপ্রেরণা এখন আর নাই।যাই হোক, লারা ক্রফট তার শৈশবে বেশি সময় কাটিয়েছে বিশ্বের বিভিন্ন আর্কিয়লজিক্যাল(প্রত্নতাত্ত্বিক) সাইট ভ্রমণে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়(Cambridge University) থেকে সদ্য স্নাতকসম্পন্ন করা ক্রফট বেরিয়েছেন সমুদ্র ভ্রমণে। রহস্যময় এক দ্বীপের পাশে হঠাৎ ওঠা ঝড়ে বিধ্বস্ত হবে তার জাহাজ। শুরু হবে বাঁচার আপ্রাণ চেষ্টা। এভাবেই এগিয়ে যাবে গেমটি।
বিশ্বখ্যাত কল্পকাহিনী লেখক টেরি প্রাটচেটের কন্যা রিয়ান্না জানান, গেমটির নতুন সংস্করণে দুর্ধর্ষ অভিযাত্রী হিসেবে লারার গড়ে ওঠাকেই প্রাধান্য দেয়া হয়েছে। আগের গেম ও মুভিতে দেখানো টেফলন পরিহিত লারার চেয়ে এ লারা একটু ভিন্ন। রিয়ান্না আরও বলেন, ‘এ গল্পে আমরা ফিরে গেছি লারার অতীতে; আমাদের কাছে মনে হয়েছিল তার উত্থানটা দেখানো প্রয়োজন। লারা খুবই শক্তিশালী একজন নারী। যেমন তার আত্মবিশ্বাস; তেমনি তার সাহস। উদ্ভাবনী বুদ্ধিরও অভাব নেই তার। কিন্তু আমরা চেয়েছিলাম এমন একটা পর্যায়ে ফেরত যেতে, যেসময় লারা এ গুণগুলো তেমন বিকশিত হয়নি।’
System Requirements:
INTEL CPU: Core 2 Duo E8400 3.0GHz (Higher)
AMD CPU: Athlon 64 X2 Dual Core 6000 (Higher)
Nvidia GPU: GeForce 8600 GT or GeForce GTX 480 (Higher)
AMD GPU: Radeon HD 6770 (Higher)
RAM: 1GB or 3GB
OS: Windows XP Service Pack 3, Windows Vista,7,8 (32bit/64bit)
HDD SPACE: 12 GB
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
মুসাব্বির৬৬৬ বলেছেন: কি বলেন ?? ম্যাক্স পেইন ৩-ই ভাইরাস ! আমি তো অনেক আগেই শেষ করছি। তখন তো সামস্যা ছিল না। আপনি কোন ভার্সনটি ব্যবহার করছেন? দয়া করে আমাকে জানতে দিন।
২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
টিনটিন` বলেছেন: ৭ ডিভিডি'র টাও ট্রাই করেছি, ৩ ডিভিডি'র টাও করেছি ২টোতেই ভাইরাস। পরে অনলাইণে অনেকের সাথেই কথা বলেছি, বিভিন্ন ফোরামে দেখেছি, ভাইরাস ছাড়া কেউ পায়নি।
আপনি যেহেতু এন্টিভাইরাস আর ফয়ারওয়েল বন্ধ করে খেলেছেন, তাই তখন বুঝতে না পারারই কথা। কিন্তু পরে এন্টিভাইরাস অন করলে টের পাওয়ার কথা?
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
মুসাব্বির৬৬৬ বলেছেন: দুঃখিত , আমি ম্যাক্স পেইন ৩ ইন্সটল করেছিলাম হার্ড ডিস্ক থেকে। আমি কখনো গেম ডিভিডি থেকে ইন্সটল দেই না। আমি Max Payne 3-RELOADED ভার্সন থেকে নামিয়েছিলাম। ইন্সটল দিতে কষ্ট করে ২ ঘণ্টা বসে থাকা লাগে।
আমি কখনই এন্টিভাইরাস আর ফয়ারওয়েল বন্ধ করে খেলি না। ভাইরাস এর জন্যে আপনি এ কাজ কখনও করতে যাবেন না।
ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
উৎস১৯৮৯ বলেছেন: আমি খেলে শেষ করছি। পুরাই জটিল একটা গেম। আমার কাছে খুব ভাল লাগছে।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
মুসাব্বির৬৬৬ বলেছেন: কি ! খেলা শেষ ????
আমারও খেলতে ইচ্ছা করছে।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
ভিটামিন সি বলেছেন: আমার নিড ফর স্পিড দরকার। নতুন ল্যাপি কিনসি আই৫ প্রসেসরের জানলা ৮ সহ। দিবেন নাকি?
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
মুসাব্বির৬৬৬ বলেছেন: হাহাহাহাহ !!! ছুপার ল্যাপি কিনছেন। নিড ফর স্পিড তো টরেন্টেই পাওয়া যায়। মাত্র ২৭এমবি , বেশি সময় লাগবে না।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
টিনটিন` বলেছেন: টম্ব রেইডার এর একটা রিভিউ দরকার ছিল। গেমটার গ্রাফিক্স যেমন অসাধারন আশা করা যায় গেমপ্লেও সেইরকম হবে। গেমটা কিভাবে যেন এখনও খেলা হয়নি। যাক, ২-১ দিনের মধ্যেই কিনে ফেলবো।
তবে, একটাই দুঃখ থেকে গেল, আমার সবচেয়ে প্রিয় সিরিজ ম্যাক্স পেইন ৩-ই ভাইরাসের জন্য খেলতে পারলাম না।