![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার।
১। স্বর্ণযুগ
- দুপুরে খেয়েছ? পানি বেশী করে খাবে।
- তোমার কথা মনে পরছে।
- রাস্তায় জ্যাম আছে? ইশ! যদি জ্যাম ফেলে উড়ে আসতে পারতা!
- ভাল লাগছে না। তোমার চায়ের কাপটা সামনে রেখে, চা খাচ্ছি।
- তুমি কিন্তু খুব দুষ্টু! একটা পাখি, চারটা পাখি তিনটা পাখি - ১৪৩, ১৪৩, ১৪৩
২। রৌপ্য যুগ
-আজও কি দেরী হবে? কি এত কাজ অফিসে? ইদানিং শুধু তোমার মুখেই জ্যাম শুনি।
- আজ অফিস থেকে একবার মাত্র ফোন দিয়েছ। আগে তোমার ফোনে অস্থির থাকতাম, এখন অপেক্ষায় থাকি।
- ফল ফ্রুটস কিছু আনবে।
- ফোন করি, ধর না কেন? কখন আসবে?
- তোমার সামনে যে মেয়েটা বসে, সে কি শাড়ী পরে আসছে আজকে?
৩। তাম্র যুগ
- কতবার বললে তোমার মনে থাকবে? তাহলেও অন্তত হিসেব করে চলা যায়। আজ মনে করে বাচ্চার দুধ আনবে।
- বিয়ের পরে আমি হরর মুভি দেখে ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরতাম, আর তুমি হাসতে। এখন হরর মুভি দেখলে তুমি ভয় পাও আর আমার হাসি পায়, সারাটি দিনই তো আমার হরর মুভি!
- টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নিও।
৪। লৌহ যুগ
- প্রয়োজন হলে বাসার জন্য আরেকটা নাম্বার নাও। আমি মরে গেলেও তো আমার ফোনটা ধরবা না। বলতে তো পারতাম - আমি মরে গেছি।
- বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, তোমাকে কাছে পেতে চায়। ওদের কথা ভেবে বাসায় একটু আগে আসলে পার।
- দেরী হবে আসতে? ঠিক আছে। না আসলেও সমস্যা নাই। আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পরতে পারতাম।
- এই শুক্রবার রাতে দাওয়াত আছে ভাইয়ের বাসায়। গাড়ীটা লাগবে। তুমি গাড়ীর ভেতরে থাকলেও থাকতে পার। তুমিও ইনভাইটেড।
- আমি আপনার কাজের বুয়া বলছি। এক কেজি ময়দা, কাঠির ঝাড়ু আর হারপিক আনবেন। নইলে সকালে নাস্তা নাই, টয়লেট ব্যবহারও বন্ধ। অবশ্য না খাইতে দিলে, টয়লেটে গিয়া কি আর করবা?
৫। প্রস্তর যুগ
- জিরা, আলু, টমেটো, পেঁয়াজ, সয়াবিন তৈল।
- বাসায় আপনার স্ত্রী বলে একজন মানুষ আছে, যিনি সারাটি জীবন আপনার সংসারে কাজের বুয়ার মত খেটেও ধন্য। তাকে ভুলবেন না।
- সকালে আমি কাকে ফোন করতে মনে করে দিয়েছিলাম, ভুলে গেছ? বলেছিলাম - বিকেল তিনটায় আমাকে ফোন করতে। দুদিন বাদে যে আমাকে ভুলেই যাবা, বোঝাই যাচ্ছে।
৬। মাটি ও ভষ্ম যুগ
- ফোন করবে, এসএমএস করবে না।
- কতবার বলেছি একা বেড়োবে না। বাসায় ফিরতে পারবে তো? বুক পকেটে বাসার ঠিকানা আর ফোন নম্বর লিখে রেখে দিয়েছিলাম, ভুলে ফেলে দাওনি তো? এভাবে হুটহাট করে না বলে কেন বেরোও?
- কতবার বলেছি, তুমি এসএমএস করবে না। তারপরেও করেছ। আজ তুমি বেয়াইকে না পাঠিয়ে ভুলে বেয়াইনকে এসএমএস করেছ - "আপনার কাপড় আমার কাছে। বিকেলে আসেন। কাপড়ও নিলেন, দুইজন মজা করে একটু সুখ দু:খের আলাপ করি। "
কি লজ্জার কথা!
- ওগো, বুকটা ব্যাথা করছে। আজ ফিরে আমাকে দেখবে কিনা? জানি না। ভুল ভ্রান্তি কিছু হলে মাফ করে দিও। পারলে একটু শুটকি আর কচুর লতি এনো। কতদিন কচুর লতি দিয়ে শুটকি খাই না!!
Disclaimer
এই লেখাটিতে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তা কল্পনাপ্রসূত এবং বাস্তব জীবনে কারো সাথে মিলে গেলেও যেতে পারে। এক হাতে তালি বাজে না। তাই -
- স্বামী ও স্ত্রী, দুজনেরই এই পরিবর্তনের জন্য দায়ভার সমান। তাই লিঙ্গ বৈষম্যের কোন ছোঁয়া এখানে নেই।
- ধাপগুলির নির্দিষ্ট সময়সীমা নেই। সবার ক্ষেত্রে ধাপগুলি নাও ঘটতে পারে। অনেকেই সারা জীবন স্বর্ণ যুগে থাকতে পারেন।
- এটি নিতান্তই একটি রম্য রচনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮
বিজু চৌধুরী বলেছেন: জ্বী ভাই, জীবনটাই মনে হয় এরকমই।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালোই ছিলো। প্লাস।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
বিজু চৌধুরী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৪
জাহিদ হাসান বলেছেন: বিয়ের পরে জীবন এই গানের মত
এখানে ক্লিক করুন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
বিজু চৌধুরী বলেছেন: জ্বী, একদম তাই। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯
সচেতনহ্যাপী বলেছেন: ভুল সবই ভুল....।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
বিজু চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩০
শিখা রহমান বলেছেন: বিজু তোমার লেখা বরাবরের মতোই মজা লেগেছে। ভাল থেকো আর আশা করছি এখানে মাঝে মাঝে দেখা হবে। শুভকামনা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭
বিজু চৌধুরী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮
লুসিফার ০১ বলেছেন: জীবন তেজপাতায় পরিপূর্ণ কিরে দিলো :3
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
বিজু চৌধুরী বলেছেন: ধন্যবাদ। তারপরেও জীবন সবচেয়ে মধুর সবসময়।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৯
সাদাত তানজির বলেছেন: ভালো লেগেছে, ধন্যবাদ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
বিজু চৌধুরী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে ভাল লাগল।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিয়ের পর জীবন নাকি ত্যানা ত্যানা, সেই অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩
বিজু চৌধুরী বলেছেন: আপনার জীবন স্বর্ণযুগে থাকুক সবসময় - এই কামনা রইল।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রম্য ভালো হয়েছে।
ধন্যবাদ বিজু চৌধুরী।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
বিজু চৌধুরী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে, আপনার রক্তে মনে হয় রম্য লেখার পারদর্শীতা আছে।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮
মানবী বলেছেন: চমৎকার রম্য।
তাম্রযুগ পড়ে চমকে গিয়েছিলাম, দীর্ঘদিন আগে পরিচিত একজনকে ঠিক এমন বলতে শুনেছিলাম, এখন তাঁর অবস্থান প্রস্তর যুগে না ভস্মযুগে জানা নেই! :-)
মজার পোস্টের জন্য ধন্যবাদ বিজু চৌধুরী।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
বিজু চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
বিজু চৌধুরী বলেছেন: ভাল লেগেছে শুনে ভাল লাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ভুল কিছু লিখেন নি। সবই সত্য লিখেছেন। ( জানতে ইচ্ছে করছে, নিজের অভিজ্ঞতা থেকে লিখলেন নাকি?)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
বিজু চৌধুরী বলেছেন: পঞ্চাশ ভাগ বলা যায় নিজের অভিজ্ঞতা থেকে। আর বাকী পঞ্চাশ কল্পনাপ্রসূত। আপনাকে ধন্যবাদ
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: বাহ । বেশ খাসা রম্য !!!
আমি এখন অব্দি ব্যাচেলর । এস এম এস এর চক্করে এখনো নাই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫২
বিজু চৌধুরী বলেছেন: কামনা করি - বিয়ে করুন ও সারাজীবন স্বর্ণ যুগেই থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬
বর্ষন হোমস বলেছেন:
হা হা হা।স্বর্ণ থেকে একেবারে তেজপাতা।