![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য
হাজার সৈন্য,
করছে যুদ্ধ
হৃদয় জুড়ে।
রাত কিবা দিন
অন্তবিহীন,
মরণ নেশায়
যাচ্ছে লড়ে।
হচ্ছে গত
হাজার-শত,
বইছে রক্ত
থামছে না ঢেউ।
দূর্গ চূড়ো
হচ্ছে গুড়ো,
তবুও হাল
ছাড়ছে না কেউ।
এমনি করে
চললে প'রে,
ধ্বংস হবে
আমার হৃদয়।
হবো আহত
বাড়বে ক্ষত,
বেঘোরে আমায়
মরতে না হয়!
কোথায় তুমি?
যুদ্ধ-ভূমি,
দখল করো
শান্তি আসুক।
বন্দী আমায়
মুক্ত করো,
জ্বলছে ভীষণ
আমার এ বুক।
©somewhere in net ltd.