![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখ...।
কমান্ডার হাসান জামান খান, বিএন ১৯৮১ সালের ১৩ জুন বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন । তিনি দীর্ঘ প্রশিক্ষণ শেষে ১৯৮৪ সালের ১ জুন নির্বাহী শাখায় একটিং সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হন। এরপর বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ ও ঘাঁটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদসহ নির্বাহী কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স (পিএসএফ)-এর সহকারী পরিচালক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবামূলক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (নৌ শাখা)- এর কমান্ডিং অফিসার, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর পরিচালক, জাতীয় সংসদ-এর সার্জেন্ট-অ্যাট-আর্মস এবং বাংলাদেশ মেরিন ফিসারিজ একাডেমির প্রিন্সিপাল পদে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৩ সালে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া এবং ২০১১ সালে আইভরি কোস্টে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে প্রেষণে নিযুক্তি লাভ করে প্রকল্প পরিচালকের এর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে দীর্ঘ ২৯ বছরের চাকরি-জীবন শেষে গত ৩১ জুলাই ২০১৩ তারিখ অবসর প্রস্তুতিমূলক ছুটি গ্রহণ করেন।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
নাহিদ২৯ বলেছেন: পুরান পাগল এর সাথে সহমত।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
ইলুসন বলেছেন: চমৎকার একজন মানুষের কথা জানতে পারলাম।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩
নাহিদ২৯ বলেছেন: কমান্ডার হাসান জামান খান সত্যি চমৎকার একজন মানুষ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০১
ছণ্ণ্ ছাড়া বলেছেন: ডিফেন্সে বেশ কিছু দেশপ্রেমিক অফিসার আছেন। আপনারা যার কথা আলোচনা করছেন, তার মত আরেকজন প্রচার বিমুখ অফিসার ছিলেন COMMODORE FAROOQUE, psc BN। উনিও জাতীয় সংসদ-এর সার্জেন্ট-অ্যাট-আর্মস ছিলেন। ১/১১র সময় চিটাগাং পোর্ট,পরে মংলা পোর্টের চেয়ারম্যান ছিলেন।
গ্যাটকোর অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে ঢাকা আইসিডি এবং চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার আইসিডি’র কনটেইনার হ্যান্ডলিং কাজে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি ছিল।চট্টগ্রাম বন্দরের অবস্হা ছিল খুবই খারাপ। কমোডর ফারুক অসম্ভব চেষ্টায় চট্টগ্রাম বন্দরে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন।
উনার সমন্ধে কেউ কিছু জানালে খুশী হব। ধন্যবাদ....।
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
নাহিদ২৯ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, COMMODORE FAROOQUE, psc BN সম্পর্কে জানতে পারলে অবশ্যই জানাবো ইনশাল্লাহ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ধুম্রজ্বাল বলেছেন: দুজনকেই আমার শ্রদ্ধা।
দেশ ও জাতি তাদের স্মরণ রাখবে
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
পূরান পাগল বলেছেন: ভাল লাগার মত একজন মানুষ।স্যারের মত নেতা আমাদের দেশ পরিচালনার জন্য বড় বেশি দরকার।