নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দেশটা আমার, আপনার, আমাদের সবার, আসুন দেশটাকে ভালবাসি।

নুর মোহাম

নুর মোহাম্মদ

নুর মোহাম › বিস্তারিত পোস্টঃ

Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪

Deep Freeze একটি সফটওয়ার যেটা ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যাবতীয় ফাইল পুনরায় আগের মত দেখতে পাবেন মানে কোন কিছুই পরিবর্তন হবে না । এর ফলে আমরা অনাকাঙ্খিত ভাইরাস থেকেও মুক্তি পাবেন ।









এর সুবিধাসমূহঃ



১ . ভাইরাস থেকে c ড্রাইভ সম্পূর্নভাবে নিরাপদ থাকবে । মানে সিস্টেম ফাইলগুলো ভাইরাস থেকে মুক্তি পাবে ।



২ . অন্য কেউ আপনার কম্পিউটারে অনাকাঙ্খিত ফাইল প্রবেশ বা ডিলেট করতে পারবে না ।



ইনস্টল করার পদ্ধতিঃ



প্রথমেই আপনাকে এখান Click This Link থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । তারপর আপনি এটি ইনস্টল করুন । এখানে যদি আপনি চান যে আপনার হার্ডডিস্কের সকল ড্রাইল এই সফটওয়ার এর অধীনে রাখবেন তাহলে সকল ড্রাইভ সিলেক্ট করাই থাকবে শুধু ইনস্টল করে নিন । সকল ড্রাইভ করলে আপনি অসুবিধায় পরতে পারেন মানে যখন আপনি কিছু কপি করে রাখবেন তা Restart কদেয়ার পরপরই চলে যাবে । তাই সবচেয়ে ভাল হয় আপনি শুধু C ড্রাইভটি ক্লিক করুন ।যাতে C ড্রাইভের অবান্চিত ফাইলগুলো পরে যায় । ইনস্টল হওয়ার পরপরই এটা সয়ংক্রিয়ভাবে Restart নিবে । পরে কম্পিউটার চালু হলে yes ক্লিক করুন । অথবা deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন । যাতে অন্যকেউ তা আনইনস্টল করতে না পারে । ইনস্টল করা খুবই সহজ । সাধারন সফটওয়ার এর মতই এটি ইনস্টল করতে হবে ।





আনইনস্টল করার পদ্ধতিঃ



deep freeze সফটওয়ারটি যেহেতু Add or Remove অপশনে পাওয়া যায় না এবং স্টার্টআপ অপশনেও খুজে পাওয়া যাবে না। তাই এটি প্রথম আপনাকে ডিসেবল করতে হবে । এটি আনইনস্টল করতে হলে আপনাকে deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করতে হবে । এরপর আপনার দেয়া পাসওয়ার্ডটি দিন ।





Boot Thawed অপশনটি ক্লিক করে Restart দিন । এরপর আপনাকে deep freeze ইনস্টল করার সফটওয়ারটি ডাবলক্লিক করতে হবে । পরেই তা আনইনস্টল হওয়া শুরু করবে ।



এর সিরিয়াল নম্বর হলঃ

NKQ7KD4E-MTRZ4606-6NTTCAFX-Z4APSWN4-ZS65BM43



সুত্র:http://foysalsdiary.blogspot.com/2009/09/deep-freeze.html

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানা ছিল.... ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:০৫

নুর মোহাম বলেছেন: এই ব্লগের অনেকেরই সফটওয়্যার টি সম্পর্কে জানা তারপর ও যারা না জানেন তাদের জন্য শেয়ার করা।

২| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: উইন ৮ এ চলে?

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

অস্পিসাস প্রেইস বলেছেন:

জানা ছিলনা।
ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.