![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাফর ইকবাল-আনিসুল হক সহ অনেকই VAT না দেয়ার পক্ষে যে সামাজিক যুক্তিটি দেখাচ্ছেন তা হলো `বাপেদের পকেটে পয়সা নাই‘...
বাবাদের পকেটের পয়সার প্রতি দায়ীত্ববান সন্তানেরা, একজন পকেটে পয়সাহীন বাবা হিসেবে আমার তোমাদের প্রতি অনুরোধ বাবার পকেটের পয়সায় সারা-দিনরাত মোবাইল/নেট বার্তা বিনিময় করতে গিয়ে নিজেদের মেধার প্রতি অবিচার করে তোমরা অধিকাংশই আজ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে, এবার নিজেদের মেধার প্রতি অবিচার বন্ধ কর...
যদি বাবার পকেট বাঁচাতে চাও তবে অবশ্যই মনোযোগী ছাত্র হয়ে ছাত্রবৃত্তি বা স্কলারশীপ অর্জন কর। আর যদি আন্দোলন করতেই চাও এবং ছোট ভাই-বোনদের জন্য সুযোগ বাড়াতেই চাও তবে (শিক্ষা একটি আধিকার‘ এ শ্লোগানে) --- দোকান থেকে কোন কিছু কেনার সময় পাকা রসিদে ক্রয় কর, দেখ সরকার যথাযথ ভ্যাট** পাচ্ছে কিনা। আর আওয়াজ তোল `শিক্ষার বানিজ্য বা বেসরকারী করন বন্ধ কর, জাতীয়নীতি প্রনয়ন ও সে আলোকে একমূখী শিক্ষা চালু কর‘।
বনিজ্যে ভ্যাট প্রযোজ্য...
*সঙ্গে জাফর ইকবাল ও আনিসুল হকদেরও অনুরোধ নিক্সনের মত আমাদের তলাবিহীন ঝুড়ি বলবেন না প্লিস।
আর বাবাদের প্রতি আনুরোধ, আপনার দারীদ্রের এ গীত আপনার জন্য কোন সম্মান বয়ে আনছে না। সন্তানের সঙ্গে বসুন প্লিস, আলোচনা হোক...
**যদি সম্ভব হয় বাবা-মা, চাচা-চাচী, মামা-মামী, খালা-খালু, ভাই-ভাবী, বোন-দুলাভাই যথাযথ ট্যাক্স যেন দেয় সে অনুরোধ কর...
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
নাজিব তারেক বলেছেন: লিখাটার মধ্যেই একটা কুইজ আছে...
এইচ এস সি পাশ করা সকল ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রয়োজন কেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
আঁধার রাত বলেছেন: এইচ এস সি পাশ করা ৫ লক্ষ ছাত্র ছাত্রী বাপের টাকার উপযুক্ত ব্যবহার করে, তাদের মেধার সঠিক মুল্যায়ন করে নাক কান গলা ডুবিয়ে পড়া লেখা করলে কি তারা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে?
কি মনে হয়?
আপনার জন্য একটি কুইজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তি হওয়ার জন্য যোগ্য বিবেচিত হওয়া সহজ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তি হওয়া সহজ?