| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন একটি বউ খুঁজছি যার মুখখানা দেখে প্রশান্তি পাব...সে যখন শ্রান্ত-ক্লান্ত হয়ে বিকেলে অফিস থেকে ফিরবে...তার ভ্যানিটি ব্যাগটি হাতে নিয়ে...একগ্লাস লেবুর শরবত হাতে দিয়ে কপালের ঘামটুকু মুছে দেব..
সকালে অফিসে যাওয়ার আগে তার পছন্দের নাস্তা বানিয়ে খাওয়াব...দুপুরের খাবারটা সুন্দর করে টিফিন ক্যারিয়ারে সাজিয়ে দেব...রাতের খাবারে প্রতিদিন তার জন্য থাকবে ভালবাসার চমক...
সে আমাকে যে কয় হালি সন্তান উপহার দেবে সবার যত্ন নেব ঘরে থেকে...কথা দিচ্ছি সন্তানের লালন পালনের জন্যই চাকরি করবো না...তার সন্তানকে (আমাদের) মানুষ করাই নিজের কর্তব্য বলে বিবেচনা করবো...
জোৎস্না রাতে খোলা আকাশের নীচে বউকে কবিতা পড়ে শোনাবো...গল্প কিংবা উপন্যাসের চয়নকৃত অংশ তাকে পড়ে শোনাবো...তার মুখের এক ঝলক হাসি দেখতে অপলক তার দিকে তাকিয়ে থাকবো...কখন সে সোহাগের জন্য ডাকবে তার প্রতীক্ষায় কান পেতে রইবো...
যদি কখনো সে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে; সাথে সাথেই দেখবে একগ্লাস পানি হাতে দাঁড়িয়ে আছি পাশে...তার জন্য বুক ভরা ভালবাসা আর নিরন্তর শ্রম বরাদ্দই থাকবে...ব্যস্ত সেই নারী ব্যস্ততার ফাঁকে অল্পকিছু সময় যা আমাকে বরাদ্দ দেবে তার থেকেও কিছু সময় তাকে দিয়ে দেব...তার কাজের সাফল্যে হাসবো ব্যর্থতায় ব্যথিত হব...
তার চোখ রক্তিম দেখলে চুপসে যাব...ছলছল দেখলে বিষণ্ন হব...সর্বোপরি তাকে আমি অনেক বেশি ভালবাসবো...নিখাঁদ সে ভালবাসা যদি সে জ্বালায় তাহলে জ্বলতে জ্বলতে স্বর্ণের মত আরো খাঁটি হব...তার জন্যই এত্তসব বরাদ্দ...
BCZ ৪০ বছরেও একখান বউ খুঁজিয়া পাইতেছি না নারীরা আজ মহাব্যস্ত বিবাহ কিংবা পরিবারে তাদের কোনো আগ্রহ নাই...এ কেমন যুগ আইলোরে ভাই???
..........................................................................................................................................................................................................................
টাইম মেশিনে একটু আগে ভিজিট করলাম ফেসবুকে আমার নাতির বড় নাতির একমাত্র ছোটপোলার নাতির ফেসবুক স্ট্যাটাসে এইটা দেখে ব্যথিত হইলাম...
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১
গুরুর শিষ্য বলেছেন: ক্যামনে থাকেগো বাই ![]()
২|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬
kazimasudrana বলেছেন: ভাই এমন বউ মনে হয় আপনার জুটবে না কারন বউ তো বউ করলে বুজবেন
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫০
অগ্নি সারথি বলেছেন: সব ঠিকঠাক আছিল তো বাইজান?