![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাসুখে সারাদিন ব্লগ-ফেসবুকে পড়িয়া থাকি বলিলে কিঞ্চিৎ ভুল হইবে বৈকি! আসলে ইহা সারাদিন চক্ষুর সমানে মেলিয়া রাখি...এবম্বিধ করাণে অমনোযোগিতার বশবর্তী হইয়া গতকল্য চা-সমেত পাতিল পুড়িয়া ফেলিয়াছি...
আহা চায়ের সুঘ্রাণ না উঠিয়া পাতিলের পোড়া গন্ধ পাইতে হইয়াছে...জীবনে এরূপ চায়ের পাতিল আর কেটলি পোড়ানোর ইতিহাস এই প্রথম হইলো এমনটি নহে...
বাসার লোকজন কহিলেন, বিবাহ না করিলে নাকি আমি জীবনে ঠিক হইতে পারিব না...কথাটা মানিয়া লই নাই...তবে যাহাদের কয়েকবছর ধরিয়া স্ট্যাটাস আর পিক আর কমেনট খাওয়াইতেছি ভালো বাসিতেছি...তাহাদের দেখিলে যে কেন বারবার নুতন বরের মত আচরণ করি বুঝিতে পারিনা...
বউয়ের মাঝে নিত্যদিন নুকনত্ব খুঁজিয়া পাওয়া যাইবে কি না তাহা বলিতে পারি না...তবে ফেসবুক আর ব্লগ মশায়েরা আমায় প্রেমে ফেলিয়া সর্বস্ব লুটিয়া নিয়াছে মাঝে মাঝে ঘরের লোকের কাছেও মুখ দেখানো দায় হইয়া পড়ে...এ লজ্জা আমি কোথায় রাখিব...তাই আগামী ৩৬০০*? সেকেন্ড ইহাদের বর্জন করিলাম...
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
গুরুর শিষ্য বলেছেন: টাইম ওভার ৩৬০০ সেকেন্ড ছিল...
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
সাহসী সন্তান বলেছেন: এবম্ভিদ বিবিধ প্রকার ভয়াবহ ব্যাপারে বশির্ভূত হইয়া যখন সূর্যদেব পূর্বগগনে অধিষ্টিত হইলো তখন আমি সেই স্থান পরিত্যাগ পূর্বক অন্যত্র গমন করিলাম
আপনার লেখাটা পড়ে হঠাৎ এইটা মনে পড়লো! বড়ই দুঃসংবাদ আপনার চা খাওয়া হইলোনা! আহরে....কি দুঃখ! তারপরেও ঠিক ১ঘন্টা পর আবারও ফিরে আসবেন সেই কামনায় বসে থাকলাম!!
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
গুরুর শিষ্য বলেছেন: বঙ্কিম বেশ পড়েছেন দেখি...এলুম ফিরে
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
সুমন কর বলেছেন: ৩৬০০ সেকেন্ড এখনো হয়নি......
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
গুরুর শিষ্য বলেছেন: সেই কখন শেষ...
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
যাক, সামান্য ঘটনা, চা
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
গুরুর শিষ্য বলেছেন: অন্য জিনিসও পুড়েছে এটা সাম্প্রতিক উদাহরণ...
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্লগিং/ফেইসবুকিং ত্যাগ করা কোন ব্যাপারই না। আমার এক বন্ধু প্রতিদিনই তা করছে
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
গুরুর শিষ্য বলেছেন: আমিওতো করলাম বেশ কিছুক্ষণ...
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: সামু ত্যাগ এই মুহুর্তে আমার জন্য বেসম্ভব রকম জটিল কাজ| ফেবুতে অবশ্য যাওয়ার ইচ্ছা করে না খুব একটা
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
গুরুর শিষ্য বলেছেন: আমাকে অনুসরণ করতে পারেন...কথা আর কাজের কোনো মিল নাই...
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
গেম চেঞ্জার বলেছেন: ৩৬০০ সেকেন্ড হইলে কোনই সমিস্যা না। ৩৬০০ ঘন্টা হইলেই সমিস্যা......!!!!!!