নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা বয়স লুকাতে পারে না...

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০



প্রচলিত একটি প্রতিষ্ঠিত ধারণা মেয়েরা বয়স লুকোয়...আসলে কথাটা হলো ওটা তারা বলতেই চায় না...বয়স কমানোর চেষ্টাও করে না বলেও না...তবে হ্যাঁ তারা সব সময় সিনিয়র থাকতে বা নিজের বড়ত্ব বা প্রাধান্য পছন্দ করে...

তাই যদি আপনি কোনো ভদ্রমহিলা/নারীর সঙ্গে পরিচয়ের পরই বলেন, আপনাকে আমার সিনিয়র মনে হচ্ছে- আমার ডেথ অব বার্থ এত সালে...তখন দেখবেন সে যদি সিনিয়র হয় তাহলে বলবে; ‘হুম’ আর জুনিয়র হলে বলবে; আপনি ভুল বলছেন- আমি আপনার এত বছরের ছোট...আর বড় হলে কত বছরে বড় তাও বলতে ভুলবে না...যদিও কিছুটা কৌশল করবেই তারপরও ঠিকই জেনে যাবেন- কত হতে পারে তার বয়স...

এটা ঠকে শিখেছি- একবার এক কোর্সমেটকে সিনিয়র মনে করেছিলাম সব সময় তার ‘হুকুম’ তামিল করতে হতো এমন অবস্থা....ঊনারা আবার সিনিয়র হলে ভাবেই টেকা দায়!...

একদিন এসএসসির সাল জিজ্ঞেস করেই দেখি- ঊনি আমার দুই বছরের ছোট! বিষয়টা বলাতে বেচারি বললো- থাক যেভাবে সম্বোধন করছ সেভাবেই চলুক...তারপর থেকে কিছুটা কৌশলী হই...

এই কৌশল রপ্ত না করতে পারলে দেখবেন যাকে বিয়ে করছেন সে আপনার ১১ বছরে বড়! বাস্তব উদাহরণ আমার কাছেই আছে!

পুনশ্চ : ইদানিং একটা বেয়াদব সম্প্রদায় গড়ে উঠছে সেটা মেয়ে-ছেলে দুটোই...ভার্সিটিতে ইয়ারে বড় হলেই বিরাট বড় হয়ে যায়...বয়সের বিষয় না জানলে ভালো কথা- জেনেও একজন বয়সে বড় মানুষকে ‘তুমি’ বলা আর তার উপর বড়ত্ব দেখানো অযৌক্তিক...বেয়াদবিও বটে! কারো ৫ পাস করতে ৮ বছর লাগতে পারে যেমন; সে যদি প্লে আর নার্সারি পড়ে...তাই জেনেও কাউকে ‘তুচ্ছ’ করাটা অনৈতিক..

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

গেম চেঞ্জার বলেছেন: বয়সে বড় মানুষকে ‘তুমি’ বলা আর তার উপর বড়ত্ব দেখানো অযৌক্তিক...বেয়াদবিও বটে! কারো ৫ পাস করতে ৮ বছর লাগতে পারে যেমন; সে যদি প্লে আর নার্সারি পড়ে...তাই জেনেও কাউকে ‘তুচ্ছ’ করাটা অনৈতিক..


এটা আসলে নির্ভর করুক বয়সের উপর ঠিক আছে। তবে সেটা যেন মানসিক বয়স হয়। (একান্তই আমার মত)

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

গুরুর শিষ্য বলেছেন: সবারই নিজস্ব মত থাকবে...ধন্যবাদ

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: আপনি মেয়েদের গোপন কথা ফাঁস করে দিচ্ছেন কেন?

মেয়ারা বয়স লুকাতে পারে না তবে লুকানোর চেষ্টা করে। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

গুরুর শিষ্য বলেছেন: কত কিছুইতো ফাঁস হচ্ছে...হা হা হা

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: মেয়েরা বয়স সবসময়ই লুকায়। খালি একেক সময় একেক বয়স বলে আর কি! এর থেকে কোনটা সত্য সেটা বের করা বেশ কঠিন ই।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

আরণ্যক রাখাল বলেছেন: বয়স নিয়া টানাটানি ভাল্লাগে না

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১

গুরুর শিষ্য বলেছেন: হুম বুঝলাম

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

সাাজ্জাাদ বলেছেন: বয়স বড় হোক আর ছোট, অফিসিয়ালি পদবি দেখেই আজকাল সবাই ব্যবহার করে।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬

গুরুর শিষ্য বলেছেন: খাঁটি কথা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.