![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হত্যাকাণ্ডের পর হত্যাকাণ্ড ঘটছে তারপরও সরকারের দাবি সাফল্যের...আর সবকিছু নিয়ন্ত্রণেই আছে!...আজব একটা দেশ কিছুদিন আগে কথায় কথায় জঙ্গি পাওয়া যেত...এখন কাজ সেরে ফেললেও কেউ আর জঙ্গি হয় না...
আইএস এদেশে বেড়াতে আসে মাঝে মাঝে!...বুঝিনা আমরাও আমেরিকার মত আইএস/তালেবান বানাই কি না?
গণজাগরণমঞ্চের উত্তাল সময়ে যে বড়ভাই ৩০০ কি. মি. দূর থেকে তার বউ বাচ্চাকে এনে দিনভর শাহবাগে বসিয়ে রেখেছিলেন...সেই কড়া বামমনা বড় ভাইকে জিজ্ঞেস করলাম- আপনার উপর যদি কোন হামলার ঘটনা ঘটে, তাহলেও কি আপনি বলবেন জঙ্গিবাদীদের হামলা...চটপট বললেন- হ্যাঁ।
আবার সুধালাম- তারমানে আপনার কোনো ব্যক্তিগত শত্রু নেই? আমার সাথে এতদিন মিশছেন কোনো ব্যক্তিগত আক্রোশের বশে আপনাকে এক চিপায় সাইজ করলাম- বা ছিনতাইকারীদের কবলে পড়লেন...তারপরও দাবি করবেন একটু আগে যা বললেন, তাই...তেঁতো কথা শুনে বড় ভাই আর কোন জবাব না দিয়ে নীলক্ষেতের গরম গরম জিলাপি খাওয়ালেন।
যাহোক জিলাপিতে না হয় আমার মন ভরলো...যারা দিনের পর দিন স্বজন হারাচ্ছেন তাদের মন ভরবে কিসে? তবে যখন শুনবো যারা হত্যার শিকার হচ্ছেন তাদের কোন ব্যক্তিগত শত্রু নাই...কেবল আছে আদর্শিক শত্রু...কিছু ঘটনা সত্য তাই বলে সব ঘটনার একই কারণ অযৌক্তিক...
জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের হত্যার বিচার চাই...শুদ্ধস্বর’র স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর হামলারও বিচার চাই...তবে নাটক দেখতে চাই না...এভাবেই বাংলা সিনেমার দর্শক কমছে...প্লিজ একঘেয়েমি থেকে রক্ষা করুন জাতিকে...একটু স্বস্তির নিঃশ্বাস নেই...
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
সুজন চন্দ্র পাল বলেছেন: বাংলা সিনেমার কাহিনির পরিবর্তন হওয়া জরুরি। এজন্য সিনেমার পরিচালক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
গুরুর শিষ্য বলেছেন: আমিও আপনার সাথে একমত
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের হত্যার বিচার চাই...শুদ্ধস্বর’র স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর হামলারও বিচার চাই...তবে নাটক দেখতে চাই না..
যে কোন হত্যাকান্ড নিন্দনীয়। আর প্রমাণের আগেই যে অভিযোগের ধারা তা না বদলালে তৃতীয় পক্ষ বা প্রথম পক্ষ সুবিধা নিতেই থাকবে!!!
হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার হোক।